অমিত শাহের আশ্বাস : রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ভারত

আগের সংবাদ

বিশ্বকাপের বাঁশি বাজল কাতারে

পরের সংবাদ

চট্টগ্রামে ৯১ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেটসহ মো. শহীদ উল্লাহ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে উপজেলার সরল ইউনিয়ন মিনজিরতলা এলাকার বসতঘরের মাটির গর্ত থেকে প্লাস্টিকের বস্তায় টেপ মোড়ানো অবস্থায় ৯১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছে মো. শহীদ উল্লাহ। গোপন তথ্যেরভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বসতঘরের মাটির গর্ত থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা ইট সদৃশ সাদা পলিথিনের উপর টেপ মোড়ানো অবস্থায় ৯১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার শহীদ উল্লাহ উপজেলার সরল ইউনিয়নের মিনজিরতলা এলাকার মৃত সৈয়দুল ইসলামের ছেলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়