অমিত শাহের আশ্বাস : রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ভারত

আগের সংবাদ

বিশ্বকাপের বাঁশি বাজল কাতারে

পরের সংবাদ

কাতারে পৌঁছেছে পর্তুগাল ব্রাজিল আসবে আজ

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর মাঠে গড়াচ্ছে আজ। প্রথম ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামছে ইকুয়েডর। ৩২ দলের এই টুর্নামেন্টে একে একে কাতারে পৌঁছাতে শুরু করেছে দলগুলো। এরই ধারাবাহিকতায় গতকাল কাতারে পৌঁছেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। আজ কাতারে আসার কথা রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। রোনালদোদের সঙ্গে গতকাল কাতারে এসেছে ইউরোপের আরেক দেশ বেলজিয়াম।
কাতারে পাড়ি জমানোর আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে পর্তুগাল। সেই ম্যাচে নাইজেরিয়াকে উড়িয়ে কাতারে পৌঁছেছে রোনালদো-ব্রুনো ফার্নান্দেজরা। নাইজেরিয়ার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে ৪-০ গোলে জয় পায় পর্তুগাল। তবে অসুস্থতার কারণে মাঠে নামেননি তাদের অধিনায়ক রোনালদো। গতকাল কাতারের বিমানবন্দরে এসে পৌঁছায় পর্তুগাল দল। কাতার বিশ্বকাপে গ্রুপ-এইচে রয়েছে পর্তুগাল। গ্রুপে তাদের অন্য তিন প্রতিদ্ব›দ্বী উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া এবং ঘানা। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরেই বিদায় নিয়েছিল পর্তুগাল। এছাড়া তারা খেলবে দক্ষিণ কোরিয়ার সঙ্গেও। আগামী ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। এরপর ২৯ নভেম্বর উরুগুয়ে এবং গ্রুপপর্বের শেষ ম্যাচে ০২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।
নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে পর্তুগালের আগেই কাতারে পৌঁছেছে লিওনেল মেসির দল। কাতারে গিয়ে অনুশীলনেও অংশ নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অনুশীলন করেছে জার্মানি। তবে এখনো কাতারে পৌঁছায়নি পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। উদ্বোধনী অনুষ্ঠানের আগে কাতারে পৌঁছানোর কথা রয়েছে সেলেসাওদের। তিতের তত্ত্বাবধানে কাতারে ষষ্ঠ শিরোপা জয়ের লড়াইয়ে নামবেন নেইমার, কাসেমিরো, থিয়াগো সিলভারা। কাতার বিশ্বকাপের গ্রুপ-জিতে রয়েছে ব্রাজিল। সেই গ্রুপে ব্রাজিল ছাড়াও রয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন। ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে। আজ ব্রাজিলের সঙ্গে কাতার পৌঁছানোর কথা রয়েছে ক্যামেরুন এবং সার্বিয়ার। গ্রুপপর্বের অপর ম্যাচে ব্রাজিল ২৮ নভেম্বর মাঠে নামবে সুইজারল্যান্ডের বিপক্ষে এবং শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে ২ ডিসেম্বর।
পর্তুগালের পাশাপাশি গতকাল কাতারে পৌঁছেছে ফেভারিটদের তালিকায় থাকা অন্যতম দল বেলজিয়াম। ফিফা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা দলটি এই আসরের শিরোপার অন্যতম দাবিদার। তবে দলে রয়েছে চোটের হানা। লিগ মৌসুমের শুরু থেকেই দুই দফা হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া রোমেলু লুকাকু এখনো পুরোপুরি সেরে ওঠেননি। কাতারে পা রাখার আগে তারা প্রীতি ম্যাচ খেলেছে আফ্রিকার দেশ মিসরের সঙ্গে। তবে বিশ্বকাপ প্রস্তুতিটা ভালো হয়নি লুকাকু-হ্যাজার্ডদের। মিসরের কাছে তারা হেরেছে ২-১ গোলে।
বিশ্বকাপে গ্রুপ-এফ এ রয়েছে বেলজিয়াম। তাদের অন্য তিন প্রতিপক্ষ কানাডা, ক্রোয়েশিয়া এবং মরক্কো। গ্রুপপর্বের প্রথম খেলায় আগামী ২৪ নভেম্বর কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। এছাড়া ২৭ নভেম্বর মরক্কো এবং ০১ ডিসেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্বের খেলা শেষ করবে বেলজিয়াম।
এর আগে গত পরশু যুদ্ধবিমানের পাহারায় ফিফা বিশ্বকাপ খেলতে কাতার পৌঁছায় পোল্যান্ড দল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমন সতর্কতা অবলম্বন করে পোলিশ ফুটবল ফেডারেশন। মঙ্গলবার রাতে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ডে দুই নাগরিক মারা যান। এজন্য জাতীয় ফুটবল দলকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি দেশটির সরকার। কাতারের উদ্দেশে রওনা হওয়া পোল্যান্ড দল বহনকারী বিমানকে পাহারা দিয়ে নিয়ে যায় দুটি এফ-১৬ ফাইটার জেট। যাত্রীবাহী বিমানটির খুব কাছ দিয়ে যুদ্ধ বিমানগুলোকে উড়তে দেখা যায়। পোল্যান্ড ফুটবল দলকে বহনকারী বিমানের গায়ে লেখা রয়েছে রিপাবলিক অব পোল্যান্ড। পাশে পোল্যান্ডের ঐতিহাসিক ব্যক্তিত্বদের ছবি দিয়ে লেখা ১৯১৮-২০১৮। পোলিশ ভাষায় বার্তা, পোল্যান্ডের স্বাধীনতা অর্জনের শততম বার্ষিকী। কাতার বিশ্বকাপে সি-গ্রুপে রয়েছে রবার্ট লেভানদোভস্কির দেশ পোল্যান্ড। গ্রপে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, মেক্সিকো এবং সৌদি আরব। আগামী ২২ নভেম্বর বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে পোল্যান্ড। এরপর ২৬ নভেম্বর সৌদি আরব এবং ০১ ডিসেম্বর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্বের খেলা শেষ করবে পোল্যান্ড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়