রাষ্ট্রবিরোধী বক্তব্য : শিশুবক্তা রফিকুলের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

আগের সংবাদ

ঢাবি সমাবর্তনে রাষ্ট্রপতি : বিশ্ববিদ্যালয়ের কাজে স্বচ্ছতা থাকতে হবে

পরের সংবাদ

কুমিল্লায় আর্জেন্টিনা-ব্রাজিলের ৫৪০ হাত পতাকা

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বরুড়া-কুমিল্লা প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবলকে ঘিরে প্রিয় দলের প্রতি ভক্ত-সমর্থকদের উন্মাদনার যেন কমতি নেই। ভক্তরা করছেন বিভিন্নরকম অবাক কাণ্ড। এরই ধারাবাহিকতায় ৫৪০ হাত দীর্ঘ পতাকা প্রদর্শন করেছেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার মহেশপুর ইউনিয়নে মুগুজী অলহর পার গ্রামের ব্রাজিল এবং আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা। এ ঘটনা এলাকায় আলোড়ন তুলেছে। গত ১৬ এবং ১৭ নভেম্বর ব্রাজিল ফ্যান ক্লাব এবং আর্জেন্টিনা ফ্যান ক্লাবের ভক্ত-সমর্থকরা পাল্টাপাল্টি পতাকা প্রদর্শন করে।
এদিকে পৌরসভার ৬ নং ওয়ার্ড কসামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকরা ৫০০ এবং ২০০ হাত দীর্ঘ পতাকা প্রদর্শন করেন।
এ বিষয়ে স্থানীয় সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, কাতার বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশে এই দুই দলের প্রচুর ভক্ত-সমর্থক দেখা যায়। তিনি উভয় দলের সমর্থকদের উদ্দেশে বলেন, তারা যেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়