মাসুদ বিন মোমেন আরো দুই বছর পররাষ্ট্র সচিব

আগের সংবাদ

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বিশ্ব

পরের সংবাদ

হাজী দানেশ বিশ্ববিদ্যালয় : বিসিএসআইআর এর সঙ্গে গবেষণা সহযোগিতা চুক্তি

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা সহযোগিতার জন্য গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বিসিএসআইআর-এর সভাকক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন বিসিএসআইআর-এর পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। উপাচার্য তার ভাষণে বলেন যে, গবেষণার মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবন করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যা দেশের স্বনির্ভরতা অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে। সভাপতির ভাষণে বিসিএসআইআর-এর চেয়ারম্যান মহোদয় বলেন, “সময় এসেছে, শুধু কথা নয় কাজ করে বিজ্ঞানী ও গবেষকদের প্রমাণ দিতে হবে। তিনি আরো বলেন যে, আজকের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বিসিএসআইআর-এর বিজ্ঞানীদের জন্য কাজ করার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সদস্য (প্রশাসন), সদস্য (অর্থ), সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), সদস্য (উন্নয়ন), পরিষদ সচিব এবং বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়