মাসুদ বিন মোমেন আরো দুই বছর পররাষ্ট্র সচিব

আগের সংবাদ

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বিশ্ব

পরের সংবাদ

দক্ষিণ আফ্রিকায় ডাকটিকেট প্রদর্শনী : মোর্শেদ হাসান ও শামসুল আলমের পদক অর্জন

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় গত ৮ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক ডাকটিকেট প্রদর্শনী। যার নাম দেয়া হয়েছিল কেপ টাউন ইন্টারন্যাশনাল স্ট্যাম্প এক্সিবিশন। এটি বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক ডাকটিকেট প্রদর্শনী। এতে বাংলাদেশসহ বিশ্বের মোট ৩৮টি দেশের ডাকটিকেট সংগ্রাহকরা বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্ব›িদ্বতা করেন।
বাংলাদেশ থেকে তিনটি ৫ ফ্রেমের এক্সিবিট প্রতিদ্ব›িদ্বতা করা হয়। মোর্শেদ হাসানের ‘বাংলাদেশ ডেফিনিটিভ স্ট্যাম্পস’ শীর্ষক এক্সিবিটটি লার্জ ভারমেইল (৮৫ পয়েন্ট) এবং শামসুল আলম ‘বার্ডস অব লাংলাদেশ’ শীর্ষক এক্সিবিটটি লার্জ সিলভার (৭৮ পয়েন্ট) পদক অর্জন করেন। তাদের এই পদক অর্জন দেশের ফিলাটেলিক অঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত ও গৌরবান্বিত করেছে। প্রদর্শনীতে উপস্থিত থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের সহ সভাপতি ডা. আব্দুল্লাহ আল শাফি মজুমদার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়