মাসুদ বিন মোমেন আরো দুই বছর পররাষ্ট্র সচিব

আগের সংবাদ

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বিশ্ব

পরের সংবাদ

ঝরা পাতা

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

অঙ্গ ঝরে পড়ে
বসন্ত করাঘাতে।
আবির রাঙা হলো না স্মৃতি।
জেগে উঠলো প্রণয়-ধ্বংস
পিছন সামনে মুছে গেল সব।
মস্তিষ্ক ঝুলে আছে অনৌচিত্যে
কর্ম থেকে গেল
সময়ের পাড়ে।
মনে রাখতে পারছে না মন
বিবস্ত্র চিন্তা
চূড়ান্ত বেখেয়ালিপনা।
বুদ্ধিনাশ; অবসন্ন দেহ
একি বসন্ত!
অপিচ্ছিল বোধ ভিড় জমায়
কপালের ভাঁজে।
গড়াগড়া খেলে ভক্তিরস
একূল ওকূল; গতিরোধ।
অহঙ্কারের দাপট ফুরিয়ে যায়
সীমাহীন শূন্যতায়।
নিভে না শ্মশানের আগুন
দাউ দাউ পুড়ে যায় বিবেক।
তবুও কোকিল ডাকে
বসন্ত বাতাস বয়
ঝরা পাতা থেকে জেগে উঠে
নতুন ভবিষ্যৎ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়