মাসুদ বিন মোমেন আরো দুই বছর পররাষ্ট্র সচিব

আগের সংবাদ

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বিশ্ব

পরের সংবাদ

চায়ের পেয়ালায় একটি দীর্ঘ চুম্বন

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

অধরের নরোম উষ্ণতা ঢালা
তোমার চায়ের পেয়ালা;
তোমার ঠোঁট ভেবে আমি বারবার
তাতে এঁকে গেছি দীর্ঘ চুম্বন;
রাত্রির জলের ভেতরে;
নিঃশব্দে, নির্জনে, ক্লান্তিহীন।

চুম্বনে চুম্বনে ঘোরলাগা ঠোঁটে
ক্লান্তি আসে না কোনো;
শুধু দহনের তীব্রতা বাড়ে
বাড়ে নিঃশ্বাসের উষ্ণতা
বুকের ভেতর বাজে বজ্রনিনাদ
সংরক্ত আবেগের তুমুল ভূমিকম্পে
অগ্নিগিরি কেঁপে কেঁপে ওঠে;
জ্বলেপুড়ে ছাই হয় অবাক শরীর।

সম্মুখের দেয়ালে ঝুলে থাকে
অন্ধকারের নেশাতুর তৈলচিত্র;
আমি অজান্তেই ঢুকে পড়ি
তার নিঃসঙ্গ গোলকধাঁধায়
তোমার উষ্ণতার মাতাল গন্ধ
রাত্রির সাথে মিশে যায়;
আর আমি
আরেকটি দীর্ঘ চুম্বনের নেশায়
উন্মাদের মতো জেগে থাকি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়