মাসুদ বিন মোমেন আরো দুই বছর পররাষ্ট্র সচিব

আগের সংবাদ

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বিশ্ব

পরের সংবাদ

এ এইচ এম সফিকুজ্জামান : সরবরাহ ঠিক রাখতে কাজ করছি

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বাড়ার কারণে দেশের বাজারে দাম বাড়ছে। পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ যাতে কেউ বিঘিœত করতে না পারে সে লক্ষ্যে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার ভোরের কাগজের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন তিনি। সফিকুজ্জামান বলেন, বৈশ্বিক কারণেই মূলত দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে খাদ্যপণ্যের ঘাটতি তৈরি হয়েছে। এটা আসলে বৈশ্বিক সমস্যা। আর এসব কারণে বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়েছে। আমরা মূলত বাজারের সাপ্লাই চেইন ঠিক রাখতে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পণ্যের সরবরাহ যাতে ঠিক থাকে সেই চেষ্টা করে যাচ্ছি। আর বর্তমানে ভোক্তা অধিকারের যেসব অভিযান চলছে, এটা প্রতীকী বলা যেতে পারে। আমরা বাজারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার সঙ্গে সঙ্গে দামের বিষয়টাও গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে যারা বিদেশ থেকে পণ্য আমদানি করে বিক্রি করেন তাদের খরচের বিষয়টা নিয়ে পর্যালোচনা করছি। সর্বোপরি কেউ যাতে কোনো পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা না করতে পারে, সেই চেষ্টা অব্যাহত রয়েছে ভোক্তা অধিকারের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়