জামায়াত আমিরের ছেলেসহ দুজন ফের রিমান্ডে

আগের সংবাদ

জামায়াত-জঙ্গি নতুন সমীকরণ : দলটির আমির ডা. শফিকের ছেলে ডা. রাফাতকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে নতুন তথ্য ও যোগসূত্র

পরের সংবাদ

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ভারতীয় হাইকমিশনারের

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিমিয় করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। গত সোমবার রাজধানীর একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, গত পাঁচ বছরে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণেরও বেশি বেড়েছে। গত অর্থবছরে ভারতে বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোয় ভারত এশিয়ায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হয়ে উঠেছে।
ভারতীয় হাইকমিশনার সীমান্তে উন্নত যোগাযোগ এবং বাণিজ্য অবকাঠামোর গুরুত্বের ওপর জোর দেন।
তিনি সড়ক, রেলপথ, অভ্যন্তরীণ নৌপথ ও কোস্টাল শিপিংয়ের মাধ্যমে এই উপঅঞ্চলের বৃহত্তর সহযোগিতা, একীভূতকরণ এবং বহুমুখী সংযোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সভায় ব্যবসায়ী ছাড়াও ঢাকায় আগত সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স এর একটি প্রতিনিধি দল অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়