জামায়াত আমিরের ছেলেসহ দুজন ফের রিমান্ডে

আগের সংবাদ

জামায়াত-জঙ্গি নতুন সমীকরণ : দলটির আমির ডা. শফিকের ছেলে ডা. রাফাতকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে নতুন তথ্য ও যোগসূত্র

পরের সংবাদ

বিশ্বকাপের সময় যুদ্ধবিরতির অনুরোধ ফিফা প্রেসিডেন্টের

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আর মাত্র ৪ দিন পর কাতারে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের। বিশ্বকাপের আনন্দে মেতে উঠবে পুরো বিশ্ব। তাই বিশ্বকাপ চলাকালীন সময়ে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সামিটে বিশ্ব নেতাদের উদ্দেশে ইনফান্তিনো বলেন,‘ফুটবল হলো ভালো কিছু করার শক্তি। অবশ্যই আমরা দুধের শিশু নই যে বিশ্বাস করব, ফুটবল বিশ্বের সমস্যা সমধান করতে পারবে। তার জন্য আপনারা আছেন। ক্রীড়া সংগঠন হিসেবে আমরা জানি, আমাদের মূল দৃষ্টিটা খেলাধুলার দিকেই দেয়া উচিত। তবে ফুটবল বিশ্বকে একত্রিত করে। এই বিশ্বকাপ যেহেতু ৫০০ কোটি মানুষ দেখবে, তাই ইতিবাচক ও আশার বার্তা দেয়ার মাধ্যম হতে পারে এটি।’ ফিফা সভাপতি আরো বলেন, ‘রাশিয়া ২০১৮ বিশ্বকাপ আয়োজন করেছে। ইউক্রেন ২০৩০ বিশ্বকাপের জন্য বিডিং করছে। তাই আপনাদের সবার প্রতি আমার আবেদন বিশ্বকাপের সময় এক মাসের সাময়িক যুদ্ধবিরতির কথাটা ভেবে দেখবেন। অন্তত মানবিক দিক চিন্তা করে অথবা এমন কিছু যার ফলে শান্তির পথে প্রথম পদক্ষেপ নেয়া যায়।’ ইউক্রেনে হামলার পর থেকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ রাশিয়া। তাই প্লে-অফ খেলার আগেই কাতার বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে যায় তাদের জন্য। প্রায় এক বছর হলো প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচ থেকে দূরে আছে রাশিয়া। এবারের বিশ্বকাপে না খেললেও বেশ কয়েকটি দিক থেকে কাতারকে সাহায্য করেছে গতবারের আয়োজকরা।
বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের অপেক্ষা যেমন আছে, তেমনি আছে অস্বস্তিও। সমকামী বিরোধিতা, মানবাধিকার লঙ্ঘন এবং অভিবাসী শ্রমিকদের সঙ্গে করা নিপীড়নমূলক আচরণসহ নানা বিষয় নিয়ে এখনো সমালোচনার মুখে আছে আয়োজক দেশ কাতার। বিশ্বকাপের মাঠেও প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। তবে ফিফার পক্ষ থেকে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোকে বিতর্ক ভুলে ফুটবলে মনোযোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সই করা বিবৃতিতে বলা হয়েছে,‘আমরা জানি, ফুটবল শূন্যে বাস করে না। পাশাপাশি আমরা এ নিয়েও সচেতন, সারা বিশ্বের রাজনৈতিক প্রকৃতির নানা ধরনের চ্যালেঞ্জ ও জটিলতা আছে। তবে দয়া করে বিদ্যমান আদর্শিক ও রাজনৈতিক যুদ্ধে ফুটবলকে টেনে আনবেন না।’
ফিফার অবস্থান পরিষ্কার করে বিবৃতিতে আরও যোগ করে বলা হয়,‘দুনিয়াকে নৈতিক শিক্ষা দেয়ার বদলে ফিফাতে আমরা সব মতামত ও বিশ্বাসকে শ্রদ্ধা করার চেষ্টা করি। কোনো নির্দিষ্ট একজন ব্যক্তি বা সংস্কৃতি অন্য আরেকজনের চেয়ে সেরা নয়-এই নীতি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বৈষম্যহীনতার ভিত্তি। আর এটি ফুটবলের প্রধান মূল্যবোধগুলোরও একটি। তাই দয়া করে সবাই এটা মনে রাখুন এবং ফুটবলকে সবকিছুর কেন্দ্রে থাকতে দিন।’

বিশ্বকাপে কাউকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘এখন আমাদের সামনে এমন অনন্য উপলক্ষ ও সুযোগ রয়েছে, যেখানে আমরা উৎস, ঐতিহ্য, ধর্ম, লিঙ্গ, পছন্দ কিংবা জাতীয়তা-নির্বিশেষে সবাইকে স্বাগত জানাতে পারব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়