কেন্দ্রীয় ব্যাংক : ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে

আগের সংবাদ

মাদকের টাকায় অস্ত্রের মজুত : মিয়ানমার সীমান্তে বেপরোয়া আরসা, আল ইয়াকিন > রোহিঙ্গা শিবিরে অস্থিরতার পেছনেও এরাই

পরের সংবাদ

২ বছর নিষিদ্ধ রোমান সানা

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : শৃঙ্খলা ভঙ্গের কারণে অলিম্পিকে অংশ নেয়া দেশসেরা আর্চার রোমান সানাকে ২ বছর নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ আর্চারি ফেডারেশন থেকে গতকাল এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘রোমান শৃঙ্খলা ভঙ্গ করেই যাচ্ছিল। তাই তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল (আজ) থেকে তা কার্যকর হবে। এই সময়ে রোমান ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। আমরা মনে করি, ওর সংশোধন হওয়া উচিত।’
নিষিদ্ধ থাকার সময় চাইলে রোমান ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যেতে পারবেন। নিজের ভুল স্বীকার করে তিনি বলেছেন, ‘দেশের একজন সেরা আর্চার হওয়ায় আমি যা করেছি, সেটা করা মোটেও ঠিক হয়নি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। ভবিষ্যতে এমনটা হবে না মর্মে একটা চিঠিও দিয়েছি ফেডারেশনকে। আশা করি, আমি খুব দ্রুতই ক্যাম্পে ফিরে আসব।’
প্যারিস অলিম্পিকের জন্য বর্তমানে অনুশীলন করছিলেন রোমান। এই ঘটনায় মর্মাহত তিনি, ‘কোচও ঘটনাটি শুনে অবাক হয়েছেন। সামনে অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে হবে আমাকে। এই ঘটনাটা আমার মনোযোগ নষ্ট করে দিয়েছে। পুরো ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আবারো মাঠে ফিরতে চাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়