কেন্দ্রীয় ব্যাংক : ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে

আগের সংবাদ

মাদকের টাকায় অস্ত্রের মজুত : মিয়ানমার সীমান্তে বেপরোয়া আরসা, আল ইয়াকিন > রোহিঙ্গা শিবিরে অস্থিরতার পেছনেও এরাই

পরের সংবাদ

রামেক হাসপাতালের সামনে মানববন্ধন : ২৬ কর্মচারী ছাঁটাই, কোটি টাকার ঘুস লেনদেন

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিনা নোটিসে ২৬ কর্মচারীকে চাকরিচ্যুত করে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগে এক কোটি টাকা ঘুস নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা ১১টায় হাসপাতালের সামনে এক মানববন্ধনে চাকরিচ্যুত কর্মচারীরা এ অভিযোগ করেন। হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেল একটি সিন্ডিকেটের মাধ্যমে ওই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তাদের।
মানববন্ধনে মো. আরিফ, নাদিম হোসেন, লাকি পারভিন ডেজি, লাকি বেগমসহ অন্যান্য কর্মচারীরা অংশ নেন। তারা জানান, কোনো কারণ ছাড়াই হঠাৎ চাকরি থেকে বাদ দিয়ে নতুন করে ১০৬ জনকে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের প্রত্যেকের কাছ থেকে কমপক্ষে এক লাখ টাকা করে মোট কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ওয়ার্ড মাস্টার রাসেল ও তার সহযোগীরা।
লাকি বেগম নামে চাকরিচ্যুত এক কর্মচারী বলেন, ‘ডেইলি বেসিসে আমি ৯ বছর ধরে রামেক হাসপাতালে কাজ করেছি। আউটসোর্সিংয়ে আমাকে চূড়ান্ত নিয়োগ দেয়ার কথা বলে এক লাখ ৫০ হাজার টাকা নিয়েছে রাসেল। জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালে ডিউটি করেছি। অথচ টাকা নিয়েও বিনা নোটিসে আমাকে বাদ দিল।’
হাসপাতালটিতে ১৫ বছর ধরে কর্মরত ছিলেন আরিফ হোসেন। তিনি বলেন, ‘বিনা নোটিসে আমাকেও বাদ দিয়েছে। উল্টো হুমকি-ধামকি দিচ্ছে রাসেল। তার সিন্ডিকেটের ব্যাপারে তদন্ত হওয়া দরকার।’
লাকি পারভিন ডেজি বলেন, ‘রাসেল আমাকে চাকরি দেবে বলে ৬০ হাজার টাকা নিয়েছে। কিস্তি তুলে তাকে টাকা দিয়েছিলাম। অথচ আমাকে বাদ দিয়েছে সে।’
মানববন্ধনে নিয়োগের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চাকরিচ্যুতরা।
অবশ্য এ ব্যাপারে অভিযুক্ত ওয়ার্ড মাস্টারের পক্ষেই সাফাই গেয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামিম ইয়াজদানি। তিনি বলেন, ‘বিভিন্ন অনিয়মে জড়িত থাকার কারণেই ওই কর্মচারীদের চাকরি থেকে বাদ দেয়া হয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়