কেন্দ্রীয় ব্যাংক : ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে

আগের সংবাদ

মাদকের টাকায় অস্ত্রের মজুত : মিয়ানমার সীমান্তে বেপরোয়া আরসা, আল ইয়াকিন > রোহিঙ্গা শিবিরে অস্থিরতার পেছনেও এরাই

পরের সংবাদ

মোল্লাহাটে ৩ অবৈধ ডেন্টাল ক্লিনিক বন্ধ ঘোষণা

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে গতকাল সোমবার ৩টি অবৈধ ডেন্টাল ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানা গেছে, গত ৩০ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেয়া একটি আবেদনে উল্লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ক্লিনিকগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। আবেদনে অভিযোগ করা হয়, খলিলুর রহমান কলেজ রোডে অবস্থিত মা ডেন্টাল কেয়ার, বাংলাদেশ ডিপ্লোমা ডেন্টাল সোসাইটি, খুলনার সদস্য পরিচয়ে অবৈধভাবে ডেন্টাল ক্লিনিক পরিচালনা করছে। ওই আবেদনপত্রটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবরে পাঠান। সে পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ উপজেলা সদরের ৬টি ডেন্টাল ক্লিনিকের কাগজপত্র যাচাই-বাছাই করে নূরজাহান ডেন্টাল ক্লিনিক, নাসিম ডেন্টাল ক্লিনিক ও আজম ডেন্টাল ক্লিনিককে বৈধ ঘোষণা করা হয় এবং মা ডেন্টাল ক্লিনিক, মাতৃ ডেন্টাল ক্লিনিক ও রিচি ডেন্টাল ক্লিনিককে অবৈধ ঘোষণা করে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে বলা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজা খাতুন জানান, উপজেলার সব অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অচিরেই বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়