কেন্দ্রীয় ব্যাংক : ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে

আগের সংবাদ

মাদকের টাকায় অস্ত্রের মজুত : মিয়ানমার সীমান্তে বেপরোয়া আরসা, আল ইয়াকিন > রোহিঙ্গা শিবিরে অস্থিরতার পেছনেও এরাই

পরের সংবাদ

বশেমুরকৃবিতে ‘টিচিং লোড ক্যালকুলেশন’ বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি) গত রবিবার ‘টিচিং লোড ক্যালকুলেশন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্বমানের শিক্ষা ও গবেষণায় সাফল্য অর্জনে ছাত্র-শিক্ষক সংখ্যানুপাত এবং সময়োপযোগী আধুনিক কোর্স-কারিকুলাম প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষা ও গবেষণা কার্যক্রমে গতিশীলতা আনয়নে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।
পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো. আবিয়ার রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ এবং অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. আসিফ রেজা অনীক প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)’র আয়োজনে এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) প্রফেসর ড. মো. মোতাহার হোসেন এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডিন এবং বিভাগীয় প্রধানরা অংশ নেন। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়