কেন্দ্রীয় ব্যাংক : ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে

আগের সংবাদ

মাদকের টাকায় অস্ত্রের মজুত : মিয়ানমার সীমান্তে বেপরোয়া আরসা, আল ইয়াকিন > রোহিঙ্গা শিবিরে অস্থিরতার পেছনেও এরাই

পরের সংবাদ

পাকিস্তানে নিষিদ্ধ মালালার ‘জয়ল্যান্ড’

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : মালালা ইউসুফজাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা ‘জয়ল্যান্ড’ পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন সাইম সাদিক। ২০২৩ সালের অস্কার আসরে ‘বিদেশি সেরা চলচ্চিত্র’ বিভাগের জন্য মনোনীত হয়েছে পাকিস্তানি এই সিনেমা। পাকিস্তানের তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয় গত ১১ নভেম্বর জানায়, ১৭ আগস্ট দেশটির সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র দিলেও সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে। অভিযোগে বলা হয়েছে, এই সিনেমায় ‘অত্যন্ত আপত্তিকর’ দৃশ্য রয়েছে, যা পাকিস্তানের সমাজের মূল্যবোধ এবং নৈতিকতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এটি পাকিস্তানের মোশন পিকচার অরডিন্যান্সের ৯ ধারায় বর্ণিত ‘শালীনতা এবং নৈতিকতার’ স্পষ্ট বিরোধী। ‘জয়ল্যান্ড’-এর কার্যনির্বাহী প্রযোজক শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। মালালার প্রযোজনা সংস্থা ‘এক্সট্রা কারিকুলার’এর তত্ত্বাবধানেই নির্মিত হয়েছে ‘জয়ল্যান্ড’। সিনেমাটি ১৮ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা ছিল। এতে অভিনয় করেছেন আলি জুনেজো, রাস্তি ফারুক, আলিনা খান, সারওয়াত গিলানি, সোহেল সামির, সালমান পীরজাদা ও সানিয়া সাইদ। পাকিস্তানের রক্ষণশীল সমাজের প্রথা ভাঙার গল্পে নির্মিত ‘জয়ল্যান্ড’ সিনেমাটি। পুরুষতান্ত্রিক সমাজে যৌনতার প্রথাবদ্ধ ধারণার বিপরীতে দাঁড়িয়ে নির্মিত হয়েছে এটি। এমন একটি পরিবারকে কেন্দ্র করে গল্প আবর্তিত হয়েছে যে পিতৃতান্ত্রিক পরিবারের সদস্যরা সব সময় পুত্রসন্তান কামনা করে। অথচ সে পরিবারের ছোট ছেলেটি প্রাপ্তবয়স্ক হয়ে এক তৃতীয় লিঙ্গের প্রেমে পড়ে, যোগ দেয় নাচের গ্রুপে। এভাবে গল্প এগিয়ে যেতে থাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়