সরকার ৬৭ লাখ তরুণ-তরুণীকে আয়বর্ধক পেশায় প্রশিক্ষণ দিয়েছে

আগের সংবাদ

১০ ডিসেম্বর কী হবে ঢাকায়? বিএনপির সমাবেশ ঘিরে উত্তাপ বাড়িয়েছে আমানের আল্টিমেটাম > রাজপথে মোকাবিলা করবে আ.লীগ

পরের সংবাদ

রায়পুরায় বিনামূল্যে সার-বীজ পেলেন ১১০০ কৃষক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় রবি মৌসুমে ১ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে রায়পুরা উপজেলা মাঠ প্রাঙ্গণে সরকারি প্রণোদনার অংশ হিসেবে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমপিও সার, এক কেজি সরিষার বীজ বিতরণ করা হয়। এ বছর উপজেলায় এক হাজার ৬৯০ হেক্টর জমিতে সরিষার বীজ বপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রায়পুরা, নরসিংদীর আয়োজনে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষিবিদ কৃষি অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আ. মোমেন, নারী ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক প্রমুখ।
উল্লেখ্য, এ বছর রায়পুরায় ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিভিন্ন জাতের শীতকালীন ফসলের জন্য সরকারি প্রণোদনা পাবেন ১ হাজার ৭৩৫ কৃষক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়