সরকার ৬৭ লাখ তরুণ-তরুণীকে আয়বর্ধক পেশায় প্রশিক্ষণ দিয়েছে

আগের সংবাদ

১০ ডিসেম্বর কী হবে ঢাকায়? বিএনপির সমাবেশ ঘিরে উত্তাপ বাড়িয়েছে আমানের আল্টিমেটাম > রাজপথে মোকাবিলা করবে আ.লীগ

পরের সংবাদ

চট্টগ্রামে ৫ লাখের বেশি পরিবার পাবে টিসিবি পণ্য

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের প্রায় ৫ লাখ ৩৫ হাজার পরিবার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির ফ্যামিলি কার্ডে ভর্তুকি মূল্যে পণ্য পাবেন। আগামীকাল সোমবার থেকে টিসিবির ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। কার্ডধারীদের চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল দেয়া হবে বলে জানিয়েছে টিসিবি। চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড কাউন্সিলর এবং উপজেলা পর্যায়ে ইউপি সদস্যদের তৈরি এলাকাভিত্তিক তালিকায় কার্ডপ্রাপ্তরা টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য পাবেন। একজন ভোক্তা ৫৫ টাকায় এক কেজি চিনি, ৬৫ টাকা করে দুই কেজি মসুর ডাল এবং ১১০ টাকা করে দুই লিটার সয়াবিন তেল পাবেন। চট্টগ্রাম মহানগরীতে ৩ লাখ এবং ১৫ উপজেলায় ২ লাখ ৩৫ হাজারসহ মোট ৫ লাখ ৩৫ হাজার পরিবার পণ্য পাবেন। কার্ডধারী নি¤œ আয়ের পরিবার সোমবার থেকে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য পাবেন।

টিসিবি চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত অফিস প্রধান মো. হাবিবুর রহমান বলেন, ঢাকাসহ সারাদেশে ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। চট্টগ্রামে সোমবার থেকে শুরু হবে। আগের মতো ওয়ার্ড কাউন্সিলররা যে তালিকা আমাদের দিয়েছেন শুধু সেসব কার্ডধারীরাই পণ্য পাবেন। এছাড়া ডিলারদের বরাদ্দপত্রের মাধ্যমে পণ্য দেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়