সরকার ৬৭ লাখ তরুণ-তরুণীকে আয়বর্ধক পেশায় প্রশিক্ষণ দিয়েছে

আগের সংবাদ

১০ ডিসেম্বর কী হবে ঢাকায়? বিএনপির সমাবেশ ঘিরে উত্তাপ বাড়িয়েছে আমানের আল্টিমেটাম > রাজপথে মোকাবিলা করবে আ.লীগ

পরের সংবাদ

ই-বর্জ্যে এগিয়ে মোবাইল ফোন

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারের পরিমান দিন দিন বাড়ছে। সাথে পাল্লা দিয়ে বাড়ছে পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ভয়াবহ বিপদজনক ইলেক্ট্রনিকস বর্জ্য। ই-বর্জ্যরে অন্যতম মোবাইল ফোন। ইন্টারন্যাশনাল ওয়েস্ট ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইক্যুইপমেন্ট (ডব্লিউইইই) বলছে, চলতি বছর ৫৩০ কোটি মোবাইল ফোন ফেলে দেয়া হবে। ই-বর্জ্য পরিবেশের জন্য কতোটা ভয়াবহ তার ওপর এ প্রতিবেদনে জোর দেয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে অনেকেই পুরনো ফোন রিসাইক্লি করার পরিবর্তে নিজেদের কাছে রেখে দেয়। মোবাইলের ভেতরে তারে থাকা কপার ও কোবাল্টের মতো মূল্যবান খনিজগুলো আহরন করা হয় না। ফলে এসব খনিজ প্রয়োজনে আবারো খনন করে বের করা হয়। এক হিসেবে দেখা গেছে বিশ্বব্যাপি এক হাজার ৬০০ কোটি মোবাইল ফোন রয়েছে। ইউরোপে থাকা মোট ফোনের এক তৃতীয়াশই ব্যবহৃত হচ্ছে না। ডব্লিউইইই বলছে ওয়াশিং মেশিন থেকে শুরু করে টোস্টার, ট্যাবলেট কম্পিউটার ও গ্লোবাল পজিশনি ডিভাইসের (জিপিএস) মতো ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রিক ই-বর্জ্য- এর পাহাড় সৃষ্টি হয়েছে। ২০৩০ সাল নাগাদ এ ধরনের ই-বর্জ্যরে পরিমান দাঁড়াবে সাত কোটি ৪০ লাখ টন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়