সরকার ৬৭ লাখ তরুণ-তরুণীকে আয়বর্ধক পেশায় প্রশিক্ষণ দিয়েছে

আগের সংবাদ

১০ ডিসেম্বর কী হবে ঢাকায়? বিএনপির সমাবেশ ঘিরে উত্তাপ বাড়িয়েছে আমানের আল্টিমেটাম > রাজপথে মোকাবিলা করবে আ.লীগ

পরের সংবাদ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়ে তার অপসারণ দাবি জানিয়েছেন আট ইউপি সদস্য। গত বৃহস্পতিবার তাদের স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাবটি জেলা প্রশাসক কার্যালয়ে দাখিল করা হয়। অনাস্থা প্রস্তাবে বলা হয়, প্রকল্পের কাজ পাইয়ে দেয়ার কথা বলে মিথ্যা প্রলোভন দেখিয়ে চেয়ারম্যান তার ইউনিয়নের প্রত্যেক ইউপি সদস্যদের কাছ থেকে এক লাখ করে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। টাকা ফেরত চাইলে চেয়ারম্যান ভয়ভীতি দেখিয়েছেন বলে দাবি ইউপি সদস্যদের। মূলত চেয়ারম্যান তার আত্মীয়স্বজনদের নামে বিকাশ অ্যাকাউন্ট খুলে কাজ না করে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের ১৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অপরদিকে ইউনিয়ন পরিষদের অংশীদারিত্বের ভিত্তিতে লাগানো বেসরকারি সংস্থা প্রশিকার গাছ বিক্রির ৪ লাখ টাকা পকেটস্থ করার অভিযোগ তার বিরুদ্ধে। ভর্তুকি মূল্যে পণ্যের কার্ড দেয়ার কথা বলে ইউনিয়নের ১০ হাজার লোকের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা করে নিয়েছেন। যার পরিমাণ ১২ থেকে ১৪ লাখ টাকা। অথচ তাদের পণ্য ও কার্ড কোনোটাই দেননি চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত টিউবওয়েল, সেলাই মেশিন, হুইল চেয়ার ও কৃষি উপকরণ নিজস্ব কিছু লোকদের মাঝে বিতরণ করে বাকিটা নিজে আত্মসাৎ করেছেন। চেয়ারম্যান বিগত ভিজিডি কার্ডের চাল কার্ডধারীদের না দিয়ে নিজে আত্মসাৎ করেছেন বলেও দাবি ওই ইউপি সদস্যদের।
ইউপি সদস্যদের অনাস্থা দেয়ার বিষয়ে চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, ‘আমি এ অভিযোগের বিষয়ে কিছুই জানি না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়