স্বরাষ্ট্রমন্ত্রী : আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় নেই বাংলাদেশ

আগের সংবাদ

সরকারি ওষুধ সিন্ডিকেটের পেটে : রোগীর ভাগ্যে জোটে যৎসামান্য, বিনামূল্যে মিলে কোন ওষুধ জানেন না রোগী, তিন স্তরে পাচার হয়

পরের সংবাদ

মিম-পরীর দ্বন্দ্ব

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

‘পরান’ সিনেমায় অভিনয় করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের। ‘দামাল’ সিনেমায় অভিনয় করতে গিয়ে রাজ-মিমের ঘনিষ্ঠতার মাত্রা ‘অতি-মাখামাখি’ তে রূপ নিয়েছে বলে অভিযোগ তুলেছেন রাজের স্ত্রী নায়িকা পরীমনি। এর আগে ইঙ্গিত দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট করলেও এবার সরাসরি ‘দামাল’ নায়িকা বিদ্যা সিনহা মিমকে উদ্দেশ করে বললেন, শরিফুল রাজের সঙ্গে এই অতি মাখামাখির কারণে সংসারে ঝামেলা তৈরি হচ্ছে।
শুক্রবার ভোরে পরীমনি তার ফেসবুকে লিখেছেন, ‘আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বলল, আমি জেলাসি করলাম তোমার সঙ্গে। এটা ১০ জন আননোন লোককে বলতেই পারে। কিন্তু তুমি কি করে এটা বলো? যেখানে পরান রিলিজের পর সবখানে আমি বলে আসছি রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটা তোমরাও চাও। তোমার মাও সেদিন আমাদের লিভিং রুমে আমার সঙ্গে এই নিয়ে কত কথা বললাম। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম, রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই। বিশ্বাস করো ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ- সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই। এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুঁতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্রীরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’
এর আগে বুধবার রাতে ফেসবুকে দেয়া তিন লাইনের সংক্ষিপ্ত পোস্টে পরীমনি দামাল সিনেমার নির্মাতা রায়হান রাফিকে ‘দালাল’ আখ্যা দেন। নিজের স্বামী রাজ এবং অভিনেত্রী মিমের নাম ধরেই কথা বলেন। এরপর মিম তার ফেসবুক পোস্টে দাবি করেন, এক পক্ষ তার পথচলায় ‘ইর্ষান্বিত’ হয়ে ‘কুৎসা’ রটাচ্ছে। কোনো ধরনের বাড়াবাড়ি হলে তিনি আইনি ব্যবস্থা নেয়ার কথাও ভাববেন।
পরীমনি তার গভীর রাতের পোস্টে রাফিকে ট্যাগ করে লেখেন, ‘রায়হান রাফি, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিও ভালোই করেন দেখি!’ পরের লাইনে মিমকে ট্যাগ করে তিনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ সবশেষে স্বামী রাজকে মেনশন করে পরীমনি লিখেছেন, ‘এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার।’
পর দিন দুপুরে ফেসবুকে দীর্ঘ পোস্টে মিম লেখেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। ‘পরাণ’ ও ‘দামাল’ যে ভালোবাসা আমাকে দিচ্ছে, আমি আমার পেশাদার অভিনয়জীবন গড়ে তোলার চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব।’
মিমের ভাষ্য, ‘আমি কাজ করছি বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে। শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে। কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দিইনি, যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি, আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী।’
প্রয়োজনে আইনের আশ্রয় নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মিম।

:: হেমন্ত প্রাচ্য

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়