স্বরাষ্ট্রমন্ত্রী : আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় নেই বাংলাদেশ

আগের সংবাদ

সরকারি ওষুধ সিন্ডিকেটের পেটে : রোগীর ভাগ্যে জোটে যৎসামান্য, বিনামূল্যে মিলে কোন ওষুধ জানেন না রোগী, তিন স্তরে পাচার হয়

পরের সংবাদ

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৩৪

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এ সময় বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখার উপকমিশনার মো. ফারুক হোসেন গতকাল শুক্রবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শূন্যসহিষ্ণু নীতির প্রতিফলনে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছি আমরা। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় থানা ও গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও আটককৃতদের কাছ থেকে ১০ হাজার ২২৭টি ইয়াবা, ১২ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেনসিডিল, ১০ লিটার দেশি মদ ও ২১ কেজি ৫৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়