স্বরাষ্ট্রমন্ত্রী : আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় নেই বাংলাদেশ

আগের সংবাদ

সরকারি ওষুধ সিন্ডিকেটের পেটে : রোগীর ভাগ্যে জোটে যৎসামান্য, বিনামূল্যে মিলে কোন ওষুধ জানেন না রোগী, তিন স্তরে পাচার হয়

পরের সংবাদ

বিশ্বমঞ্চে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

২০২৩ সালের ব্রিটিশ একাডেমি পুরস্কারের জন্য সব বিভাগে মনোনয়ন জমা দিল গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিটি। এমনটাই জানানো হয়েছে এই ছবির টিমের সূত্রে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ৭৬তম বিএএফটিএ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে। নির্দিষ্ট সময়ের মধ্যে যে যে ছবি মুক্তি পাচ্ছে, প্রতিটি ছবিই এই পুরস্কারের জন্য মনোনয়ন জমা দিতে পারে, সেটা যে দেশ বা ভাষার ছবি হোক না কেন। জানা গেছে, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিটি শুধু সেরা বিদেশি ছবি বিভাগেই প্রতিযোগিতা করবে এমনটা নয়, এটি একই সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগেও লড়াই করবে বলে জানা গেছে। এই ছবির টিমের তরফে জানানো হয়েছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিটি মনোনয়ন জমা দিয়েছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য, সেরা অভিনেত্রী বিভাগে। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিটিকে বিএএফটিএ ভোটিং মেম্বারদের জন্য অক্টোবরের আনুষ্ঠানিক স্ক্রিনিং ক্যালেন্ডারে যোগ করা হয়েছে। সঞ্জয় লীলা বনসালি এখন লন্ডনে যাবেন এবং এই ছবিটিকে কেন্দ্র করে একাধিক ইভেন্ট আয়োজন করবেন, যাতে সবাই এই ছবিটিকে সাপোর্ট করেন। এই ইভেন্টগুলোর মধ্যে অন্যতম এবং প্রথম যে ইভেন্টটি তিনি করবেন বা যাতে তিনি শামিল হবেন, সেটা হলো তার শিল্পের সম্পর্কে বিএএফটিএ মাস্টারক্লাসে বলবেন আগামী ২৮ নভেম্বর। এর আগেও তিনি বিএএফটিএ পুরস্কারের জন্য লন্ডন গিয়েছিলেন এবং একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ২০০৩ সালে তার ছবি দেবদাস সেরা বিদেশি ছবির বিভাগে মনোনীত হয়েছিল। সঞ্জয় লীলা বনসালি এই ছবির প্রচারের বিষয়ে বলেন, ‘আমরা ভীষণ খুশি যে এই ছবিটি বিশ্বজুড়ে এই প্রশংসা পাচ্ছে।’ অন্যদিকে আলিয়া ভাট এই বিষয়ে জানান, ‘এটা দারুণ আনন্দের কথা, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিটিকে আমরা বিশ্ব মঞ্চ পর্যন্ত নিয়ে যেতে পেরেছি, সঞ্জয় স্যারের সঙ্গে এই জার্নি ভীষণই আনন্দ দিয়েছে আমায়।’ এছাড়া তিনি জানান, এই ছবিটি গোটা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়