স্বরাষ্ট্রমন্ত্রী : আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় নেই বাংলাদেশ

আগের সংবাদ

সরকারি ওষুধ সিন্ডিকেটের পেটে : রোগীর ভাগ্যে জোটে যৎসামান্য, বিনামূল্যে মিলে কোন ওষুধ জানেন না রোগী, তিন স্তরে পাচার হয়

পরের সংবাদ

জাবিতে প্রথম বায়োটেকনোলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নুর হাছান নাঈম, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াড। ‘জীবন ধারায় নতুন বেগ, সমৃদ্ধির জন্য বায়োটেক’ এই স্লোগানকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বায়োটেক ক্লাব ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োলজির যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে অলিম্পিয়াডের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান খান।
দিনব্যাপী অনুষ্ঠানে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত ‘পপুলার টক’ শীর্ষক প্রশ্নোত্তর পর্বে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক উম্মে সালমা যোহরা বলেন, প্রথমবারের মতো বায়োটেকনোলজি বিভাগ অলিম্পিয়াডের আয়োজন করল। আমরা সারাদেশ থেকে শিক্ষার্থীদের এমন সাড়া পেয়ে অভিভূত। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এ সময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. নুহু আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক সাবিনা ইয়াসমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক নাজনীন নাহার ইসলাম, চট্টগ্রাম ভ্যাটেরিনারি ও এ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটির অধ্যাপক আশুতোষ দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মতিউর রহমান, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশরাফ হোসেন তালুকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক মো. সালেকুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগ্রহী শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন। এদিকে অনুষ্ঠানে বেলা আড়াইটায় স্বাধীনতা পদকজয়ী বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খানকে সংবর্ধনা দেয়া হয়। অলিম্পিয়াডে ছয়টি ক্যাটাগরিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।
এছাড়া অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহেদুর রহমান, অধ্যাপক মো. শরীফ হোসেন, তানভীর আহমেদ, প্রাণিসম্পদ বিজ্ঞানী মো. হোসেন আলীসহ সহ¯্রাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়