স্বরাষ্ট্রমন্ত্রী : আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় নেই বাংলাদেশ

আগের সংবাদ

সরকারি ওষুধ সিন্ডিকেটের পেটে : রোগীর ভাগ্যে জোটে যৎসামান্য, বিনামূল্যে মিলে কোন ওষুধ জানেন না রোগী, তিন স্তরে পাচার হয়

পরের সংবাদ

চট্টগ্রামে সবজির দাম কমছে ধীরে ধীরে

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : গত কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হওয়া শাক-সবজি, মাছ-মাংসের বাজার চলতি সপ্তাহে স্থিতিশীল রয়েছে। শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে স্বস্তি ফিরতে শুরু করেছে সবজির বাজারে। প্রায় সব ধরনের সবজির দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, পুরোদমে শীত নামলে আরো কমে যাবে সবজির দাম।
গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গোল বেগুন ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ টাকায়, লম্বা বেগুন ৫০ টাকা, ফুলকপি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ টাকা, হাইব্রিড শসা ৯০, চিচিঙ্গা ৪০ টাকা, মূলা ৩০ টাকা, করলা ৬০ টাকা, কচুমুখি ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, পটল ৫০, লাউ ৭০, চালকুমড়া ৫০, ঢেঁড়স ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি শিম, টমেটো ও গাজর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। সবুজ ক্যাপসিকাম বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, লাল ও হলুদ ক্যাপসিকাম ৬০০ টাকা।
এদিকে গত সপ্তাহে ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি শুক্রবার বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। দেশি মুরগির কেজিতেও ২০ টাকা কমে দাম ৫২০ টাকায় বিক্রি হয়। পাশাপাশি গত সপ্তাহে ১৪০ টাকায় বিক্রি হওয়া ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।
সবজি বিক্রেতা মো. সুমন বলেন, ‘গত কয়েকদিনে সবজির দাম কমতে শুরু করেছে। গ্রামাঞ্চল থেকে সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম কমেছে। শীত পুরোদমে এলে আরো কমে যাবে। কারণ তখন সরবরাহ বেশি থাকবে। তারপরও কিছু কিছু আড়তদাররা যখন দাম বাড়িয়ে দেয় তখন আমাদের কমে বিক্রি করার সুযোগ থাকে না। আমরাও তো কোনো না কোনোভাবে ক্রেতা। আমাদেরও তো শাক-সবজি কিনে খেতে হয়।’
বাজার করতে আসা ফরিদুল আলম বলেন, ‘বাজারে গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম দামে সবজি পাওয়া যাচ্ছে। সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মাছ-মাংসের দাম কমেনি। কিন্তু তাতেও আমরা চলতে পারি না। চিনির দাম বেড়েছে অনেক বেশি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তি। আগে ৫০০ টাকার বাজার করলে এক সপ্তাহ মোটামুটি চলে যেত, কিন্তু এখন সেটা দুই-তিন দিনও চালানো যায় না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়