স্বরাষ্ট্রমন্ত্রী : আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় নেই বাংলাদেশ

আগের সংবাদ

সরকারি ওষুধ সিন্ডিকেটের পেটে : রোগীর ভাগ্যে জোটে যৎসামান্য, বিনামূল্যে মিলে কোন ওষুধ জানেন না রোগী, তিন স্তরে পাচার হয়

পরের সংবাদ

আহসান খান চৌধুরী বর্ষসেরা উদ্যোক্তা

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

করপোরেট সেক্টরে অসাধারণ অবদান রাখায় বর্ষসেরা উদ্যোক্তার (এন্টারপ্রেনার অব দ্য ইয়ার) স্বীকৃতি পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী।
সম্প্রতি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে প্রথমবারের মতো ‘সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠিত হয়। সেখানে আহসান খান চৌধুরীর হাতে বর্ষসেরা উদ্যোক্তার পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে ১৬টি ক্যাটাগরিতে দেশের ১৬ জন শীর্ষ করপোরেট ব্যক্তিত্বকে অ্যাওয়ার্ড দেয়া হয়। অনুষ্ঠানে প্রায় সাড়ে ৩০০ ব্যবসায়ী নেতা, বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিত্বরা অংশ নেন।
এ স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্র্র্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানান আহসান খান চৌধুরী। তিনি বলেন, আজকে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পেয়ে আমরা সম্মানিত হলাম।
আমরা আরো উৎসাহিত হব। আমরা যেভাবে সম্মানিত হলাম, ভবিষ্যতে আরো অনেক উদ্যোক্তা সম্মানিত হবেন বলে আশা করছি। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়