স্বরাষ্ট্রমন্ত্রী : আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় নেই বাংলাদেশ

আগের সংবাদ

সরকারি ওষুধ সিন্ডিকেটের পেটে : রোগীর ভাগ্যে জোটে যৎসামান্য, বিনামূল্যে মিলে কোন ওষুধ জানেন না রোগী, তিন স্তরে পাচার হয়

পরের সংবাদ

আদমদীঘিতে ২ পকেটমার গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ট্রেনযাত্রীর পকেট কেটে ম্যানিব্যাগ চুরি করে পালানোর সয়ম মোয়াজ্জেম হোসেন ও জামিরুল ইসলাম নামের দুই পকেটমারকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গত বৃহস্পতিবার বগুড়া রেলওয়ে স্টেশনে করতোয়া এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো- গাইবান্ধার সাঘাটা উপজেলার দুর্গাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন ও ফজলুল হকের ছেলে জামিরুল ইমলাম। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি চুরি মামলা হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সান্তাহার থেকে ছেড়ে যাওয়া করতোয়া এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া স্টেশনে থাকার পর যাত্রী উঠানামা করার সময় জনৈক সুমন নামের এক ট্রেনযাত্রীর পকেট থেকে ম্যানিব্যাগ চুরি করে পালানোর সময় উল্লেখিত দুই পকেটমারকে গ্রেপ্তার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়