পুণ্যস্নানে শেষ হবে সুন্দরবনের রাসমেলা

আগের সংবাদ

মিলছে আইএমএফের ঋণ > বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা যে কোনো সময়ের চেয়ে ভালো : রাহুল আনন্দ

পরের সংবাদ

সাতকানিয়া : কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি মো. মোক্তার আহমদকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার রাত দেড়টায় উপজেলার কেরানীহাটের এলাকায় র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মোক্তার আহমদ উপজেলার এওচিয়ার ২ নম্বর ওয়ার্ডের চূড়ামনির সিকদারপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে।
পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, গত ২৭ অক্টোবর চূড়ামনির পাহাড়ে ১৫ বছর বয়সি কিশোরীকে আটকে রেখে ৫-৬ জন সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় আসামিদের গ্রেপ্তারে পুলিশ বেশ কয়েক জায়গায় অভিযান চালালেও প্রধান আসামি মোক্তার বারবার তার অবস্থান পরিবর্তন করায় তার অবস্থান নির্ণয় করা যাচ্ছিল না। সে কেরানীহাটের আশপাশের এলাকায় অবস্থান করছে নিশ্চিত হয়ে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোমবার রাত দেড়টার সময় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সাতকানিয়া থানার ওসি তারেক হান্নান বলেন, আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মোক্তার আহমদকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেরানীহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়