পুণ্যস্নানে শেষ হবে সুন্দরবনের রাসমেলা

আগের সংবাদ

মিলছে আইএমএফের ঋণ > বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা যে কোনো সময়ের চেয়ে ভালো : রাহুল আনন্দ

পরের সংবাদ

শ্রীরামকে নিয়ে ভাবছে বিসিবি

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে টিম বাংলাদেশ। বিশ্বকাপে টাইগারদের কোচিং প্যানেলের দায়িত্ব পালন করেছেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। বিশ্বকাপ পর্যন্তই সাবেক ভারতীয় ক্রিকেটারের সাথে চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। তবে ভারতীয় কোচের সঙ্গে নতুন করে চুক্তি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, শ্রীরামের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল। এর পরেরটা পলিসি ম্যাটার। এটা বোর্ডে আলাপ করে সিদ্ধান্ত হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন,‘শ্রীরামের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল। এর পরেরটা হল পলিসি ম্যাটার। এটা বোর্ডে আলাপ করে সিদ্ধান্ত হবে। সেরকম কোন সিদ্ধান্ত এই মুহুর্তে নাই। আমার মনে হয়, হ্যাঁ বা না বলার ঠিক সময় না এটা। মাত্র টুর্নামেন্ট শেষ হল, দল কেবলই ফিরেছে। হয়ত এটা নিয়ে সিদ্ধান্ত পাব, পেলে জানানো হবে।’
কনসালট্যান্ট হিসেবে শ্রীরামকে সুজনের মূল্যায়ণ,‘খেলোয়াড়দের মূল্যায়ন বলেন আর যাই বলেন, দল তো মাত্র দেশে এলো। খেলোয়াড় বা টিম ম্যানেজমেন্ট বলুন কারো সঙ্গে আমাদের ফরমাল বা ইনফরমাল আলাপ হয়নি এখনো। এই ধরনের বিষয়গুলো জানার জন্য আমাদের আলোচনা করতে হবে। ইতিবাচক, নেতিবাচক এসব বিষয়ে পাবলিকলি কমেন্ট করার অবস্থায় নেই। বর্তমান সময়ে আমি নেই। এটার জন্য টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের নীতি নির্ধারক যারা, তারাই উত্তর দিতে পারবে।’
সামনে ভারতের বিপক্ষে সিরিজ। এই সিরিজ প্রসঙ্গে সুজন বলেন,‘ইন্ডিয়া সিরিজ অনেক হাই ভোল্টেজ সিরিজ। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা যেটা সেটা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আমাদের আন্তঃবিভাগীয় যে সমন্বয় সভা, সেগুলো আমরা নিয়মিত করছি। আমরা সুবিধাগুলো দেখছি। আপনারা জানেন যে ঢাকা ও চট্টগ্রামে খেলা হবে। আমরা দেখছি এই দুই ভেন্যুর ফ্যাসিলিটিজে কোনো কিছু রক্ষণাবেক্ষণ বা সংযোজনের প্রয়োজন আছে কিনা। সেগুলো আমরা জেনেছি। আমাদের কার্যক্রম অব্যাহত আছে।’
এবারের বিশ্বকাপে টাইগারদের যে পারফরম্যান্স, তাকে একেবারে খুব ভালো কিংবা খুব খারাপ বলার উপায় নেই। মূলপর্বে এর আগে কোনো জয় ছিল না বাংলাদেশের। এবার জিতেছে দুই ম্যাচ। তবে জয়গুলো খর্বশক্তির নেদারল্যান্ডস আর জিম্বাবুয়ের বিপক্ষে। বড় কোনো দলকে হারাতে পারেনি সাকিব আল হাসানের দল। তাই বিশ্বকাপের সেরা সাফল্যেও প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে। সবমিলিয়ে গত প্রায় আড়াই মাসে শ্রীরামের অধীনে বাংলাদেশ খেলেছে ১৩ ম্যাচ। যেখানে জয় এসেছে ৪টিতে। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়