পুণ্যস্নানে শেষ হবে সুন্দরবনের রাসমেলা

আগের সংবাদ

মিলছে আইএমএফের ঋণ > বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা যে কোনো সময়ের চেয়ে ভালো : রাহুল আনন্দ

পরের সংবাদ

রাঙ্গার মামলায় জবাব আজ : জি এম কাদেরের বিরুদ্ধে মামলা খারিজের আবেদন

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের বিরুদ্ধে পার্টির বহিষ্কৃত নেতা এডভোকেট জিয়াউল হক মৃধার করা মামলা খারিজের আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ মাসুদুল হকের আদালতে মামলার শুনানিতে এ আবেদন করেন জি এম কাদেরের আইনজীবীরা। এ বিষয়ে প্রাথমিক শুনানি শেষে উভয়পক্ষের উপস্থিতিতে আবেদনের ওপর আগামীকাল বৃহস্পতিবার শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এছাড়া ওইদিন একই মামলায় জি এম কাদেরের বিরুদ্ধে ‘দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা’ বাতিলের আবেদনের ওপর অধিকতর শুনানি হবে।
জি এম কাদেরের আইনজীবী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ সিরাজুল ইসলাম গতকাল শুনানিতে বলেন, বাদী জিয়াউল হক মৃধা মামলায় নিজেকে জাতীয় পার্টির উপদেষ্টা পরিচয় দিয়েছেন। আসলে জাতীয় পার্টিতে এমন পদ নেই। আছে চেয়ারম্যানের উপদেষ্টা। বাদী মিথ্যা তথ্য দিয়ে ও আদালতকে ভুল বুঝিয়ে নিষেধাজ্ঞার আদেশ নিয়েছেন। এছাড়া শুনানি শেষে কাদেরের আইনজীবী কলিমুল্লাহ মজুমদার ভোরের কাগজকে বলেন, জি এম কাদেরের বিরুদ্ধে ‘দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা’ বাতিলে আমরা গত ৬ নভেম্বর আদালতে আবেদন করেছিলাম। এটার শুনানি করতে গেলে আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। এছাড়া মামলাটি খারিজের আবেদন করেছি। এ বিষয়েও বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়েছে।
এর আগে, গত ৪ অক্টোবর জাপার বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে আদালতে মামলা করেন। আদালত আসামির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করেন। তবে জি এম কাদের আদালতে হাজির না হওয়ায় গত ৩০ অক্টোবর পার্টির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম চালানোর ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত। এছাড়া জাপার সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গত ২৩ অক্টোবর জি এম কাদেরকে চেয়ারম্যান হিসেবে বেআইনি ঘোষণার ডিক্রি চেয়ে আরেকটি মামলা করেন। এ মামলার জবাব দাখিলের জন্য আজ দিন ধার্য রয়েছে বলে জানান জি এম কাদেরের আইনজীবী কলিমুল্লাহ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়