পুণ্যস্নানে শেষ হবে সুন্দরবনের রাসমেলা

আগের সংবাদ

মিলছে আইএমএফের ঋণ > বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা যে কোনো সময়ের চেয়ে ভালো : রাহুল আনন্দ

পরের সংবাদ

‘যশোদা’র প্রচারে আবেগী সামান্থা

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : অটোইমিউন ডিজিজ মায়োসাইটিস রোগে আক্রান্ত হয়েছিলেন সামান্থা প্রভু। অসুস্থতার কারণে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এখন অনেকটাই সুস্থ আছেন অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় তার তেলুগু থ্রিলার সিনেমা ‘যশোদা’। সিনেমার প্রচারে এসে এক সাক্ষাৎকারে নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন সামান্থা। আবেগঘন কণ্ঠস্বর নিয়ে সামান্থা বলেছেন, ‘যেমনটা আমার পোস্টে (ইনস্টাগ্রাম) বলেছি, সময় কখনো ভালো যায় আবার কখনো খারাপ যায়। এমন একটা দিন এসেছে মনে হয়েছে আর কোনোদিনও পা ফেলতেই পারব না। কঠিন হবে। কিন্তু যখন আমি পিছনে ফিরে তাকাই, আমি ভাবি অনেক কিছু অতিক্রম করে এতদূর এসেছি। আমাকে লড়াই করতে হবে।’ অভিনেত্রীকে আরো বলেন, ‘আমি একটি জিনিস পরিষ্কার করতে চাই। অনেক প্রতিবেদনে আমার অবস্থাকে জীবনের হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে। আমি যে পর্যায়ে আছি, তা জীবনের জন্য হুমকি নয়। আমি এখনো মরে যাইনি। আমার মনে হয় না এ ধরনের অতিরঞ্জিত শিরোনামগুলোর খুব প্রয়োজন ছিল।’ গত সোমবার ইনস্টাগ্রামে ‘যশোদা’র প্রোমোশন থেকে একটি ছবি শেয়ার করেছেন সামান্থা রুথ প্রভু। ক্যাপশনে লিখেছেন, ‘আমার বন্ধু বলে দিন খারাপ যেতে পারে। সবকিছু খারাপ হতে পারে। তবে ইতিবাচক মনোভাবকে আঁকড়ে বাঁচতে হবে। তার জীবনের নীতি খুব স্পষ্ট। ঘুম থেকে ওঠো। স্নান করো। শেভ করো এবং নিজেকে সবার সামনে সেরা ভাবে তুলে ধরো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়