পুণ্যস্নানে শেষ হবে সুন্দরবনের রাসমেলা

আগের সংবাদ

মিলছে আইএমএফের ঋণ > বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা যে কোনো সময়ের চেয়ে ভালো : রাহুল আনন্দ

পরের সংবাদ

প্রশ্নপত্রে সাম্প্রদায়িকতা : উসকানিদাতাদের গ্রেপ্তারে ৮ দিনের আল্টিমেটাম

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি দেয়ার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। এজন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় সংগঠনটি।
গতকাল মঙ্গলবার ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই দাবি জানানো হয়।
বৈঠকে ঐক্য পরিষদ নেতারা বলেন, প্রশাসনে ও রাজনৈতিক দলে থাকা সাম্প্রদায়িক শক্তিগুলো আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
তারা বেঁধে দেয়া ৮ দিন সময়ের মধ্যে দায়ীদের গ্রেপ্তার না করা হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দেন।
সংগঠনের কার্যকরী কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট সুব্রত চৌধুরী, বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত, ড. প্রশান্ত কুমার রায়, জয়ন্ত সেন দীপু, জয়ন্তী রায়, মঞ্জু ধর, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, এডভোকেট তাপস কুমার পাল, এডভোকেট কিশোর রঞ্জন মন্ডল, রবীন্দ্র নাথ বসু, সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী।
আরো উপস্থিত ছিলেন প্রাণতোষ আচার্য শিবু, অধ্যাপক রঞ্জিত কুমার নাথ, দিপালী চক্রবর্তী, ব্যারিস্টার তাপস কান্তি বল, কাজল কুমার দাস, অলকা ঘোষ, রাহুল বড়ুয়া প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়