পুণ্যস্নানে শেষ হবে সুন্দরবনের রাসমেলা

আগের সংবাদ

মিলছে আইএমএফের ঋণ > বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা যে কোনো সময়ের চেয়ে ভালো : রাহুল আনন্দ

পরের সংবাদ

নৌবাহিনী : দেড় লাখ টাকার অবৈধ বিয়ার ও সিগারেট জব্দ

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বহিঃনোঙ্গরের অদূরে পারকি বিচ সংলগ্ন এলাকায় টহল প্রদানকালে একটি পরিত্যক্ত বোটে অভিযান চালিয়ে ১ লাখ ৫২ হাজার ৫০০ টাকার অবৈধ বিয়ার ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনীর এন্টি স¥াগলিং সেলের সদস্যরা। গত ৭ নভেম্বর পারকি বিচ সংলগ্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে একটি পরিত্যক্ত বোটে তল্লাশি চালিয়ে ২১৫ ক্যান অবৈধ বিদেশি বিয়ার এবং ৯ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করে। পরবর্তীতে অবৈধ এসব মালামালসমূহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। আইএসপিআর।
উল্লেখ্য, নৌবাহিনীর এন্টি স¥াগলিং সেল পরিচালিত নিয়মিত এ অভিযানের ফলে চট্টগ্রামের বহিঃনোঙ্গরসহ আশেপাশের এলাকাগুলোতে অবৈধ চোরাচালান অনেকাংশে কমিয়ে এসেছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়