পুণ্যস্নানে শেষ হবে সুন্দরবনের রাসমেলা

আগের সংবাদ

মিলছে আইএমএফের ঋণ > বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা যে কোনো সময়ের চেয়ে ভালো : রাহুল আনন্দ

পরের সংবাদ

চা রপ্তানি : ১৪০ কোটি ডলার আয়ের লক্ষ্য শ্রীলঙ্কার

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : শ্রীলঙ্কায় কয়েক দশকের সর্বনি¤েœ নেমেছে চা উৎপাদন। সার সংকটও প্রকট। এমন পরিস্থিতির মধ্যেও দেশটি চা রপ্তানি থেকে ১৪০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উদ্দেশ্য ডলার সংকট নিরসনের মাধ্যমে অর্থনীতিকে বিপর্যয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনা।
চলতি বছর দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড সর্বনি¤েœ নেমে গেলে অর্থনীতিতে বিপর্যয় দেখা দেয়। এর ফলে ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটি জ্বালানি, খাদ্য, রান্নার গ্যাস ও ওষুধসহ সব ধরনের পণ্য আমদানিতে হিমশিম খাচ্ছে।
শ্রীলঙ্কার চা শিল্প শীলন চায়ের জন্য বিখ্যাত। ২০২১ সালে সার আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের কারণে শীলন চা উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ বছর রিজার্ভ সংকটের কারণে ক্ষতির পরিমাণ আরো বেড়েছে। তবে নানা কারণে দেশটির চা শিল্প এখনো লাভের মুখ দেখছে। অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার মুদ্রার অবমূল্যায়ন ঘটেছে। এ কারণে কম রপ্তানি করলেও আয় বেশি আসছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে চায়ের দাম বেশি থাকায় দেশটি উপকৃত হচ্ছে। প্ল্যান্টার্স এসোসিয়েশন অব শ্রীলঙ্কার মুখপাত্র রোশান রাজাদুরাই জানান, এ বছর চা রপ্তানি থেকে ১৪০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে।
চা শ্রীলঙ্কার অন্যতম প্রধান রপ্তানি পণ্য। পণ্যটি থেকে আয় বৃদ্ধির মাধ্যমে দেশটি রিজার্ভ আবারো পরিপূর্ণ করার চেষ্টা চালাচ্ছে। প্ল্যান্টার্স এসোসিয়েশন অব শ্রীলঙ্কার চেয়ারম্যান সেনাকা আলাওয়াতেগামা বলেন, চলতি বছর চা উৎপাদন অন্তত ৪ কোটি কেজি কমছে। ফলে এ বছর ৩০ কোটি টনের উৎপাদন লক্ষ্যমাত্রায় ঘাটতি দেখা দিতে পারে। তবে সরকার কৃষিনীতি নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।
সেনাকা আরো বলেন, আগামী বছরও রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ১৪০-১৫০ কোটি ডলার ধরা হয়েছে। গত বছর দেশটি চা রপ্তানি থেকে ১৩০ কোটি ডলার আয় করেছিল।
ইরাক, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কান শীলন চায়ের সবচেয়ে বড় রপ্তানি বাজার। চলতি বছর রাশিয়া তুরস্ককে পেছনে ফেলে এ তালিকায় দ্বিতীয় শীর্ষে উঠে এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়