পুণ্যস্নানে শেষ হবে সুন্দরবনের রাসমেলা

আগের সংবাদ

মিলছে আইএমএফের ঋণ > বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা যে কোনো সময়ের চেয়ে ভালো : রাহুল আনন্দ

পরের সংবাদ

আবারো নির্দেশনায় আবুল হায়াত

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : বিরতির পর আবারো পরিচালনায় ফিরেছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। সম্প্রতি তার রচনায় ‘এসো শ্যামল সুন্দর’ নামে একটি নাটকের শুটিং সম্পন্ন হলো। নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, তৌকীর আহমেদ ও তারিন জাহানের মতো গুণী অভিনয়শিল্পীরা। নাটক প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘জীবন চলার পথে অনেক সময় অনেক ঘটনার মুখোমুখি হই। এসব ঘটনা নিয়ে আমরা কখনো ক্ষোভ প্রকাশ করতে পারি, আবার কখনো পারি না। যখন পারি না তখন আমাদের মধ্যে প্রচণ্ড মানসিক চাপের সৃষ্টি হয়। এমন ঘটনা নিয়েই নাটকটি নির্মাণ করেছি।’ আরেক বর্ষীয়ান অভিনেতা খায়রুল আলম সবুজ বলেন, ‘গল্প, নির্দেশনা, সবার অভিনয়- সবকিছু মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’ অভিনেতা, নির্মাতা তৌকীর আহমেদ বলেন, ‘অনেকদিন পর খুব আনন্দ দিয়ে কাজটি করেছি। যারা নাটকটি দেখবেন আশা করছি ভালো লাগবে।’ অভিনেত্রী তারিন জাহান বলেন, ‘দীর্ঘদিন পর হায়াত আঙ্কেলের নির্দেশনায় কাজ করলাম। এ নাটকটির গল্প মূলত একজন মায়ের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে। অভিনয় করেও ভীষণ ভালো লাগল।’ নাটকটি শিগগিরই চ্যানেল আইতে
প্রচার হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়