সংসদে অনির্ধারিত আলোচনা : বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না : কাদের

আগের সংবাদ

একগুচ্ছ শর্ত আইএমএফের : ভর্তুকি কমানোয় জোর, ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা

পরের সংবাদ

সোনালী ব্যাংক ও সরকারি বঙ্গবন্ধু কলেজ চুক্তি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের যাবতীয় ফি ও চার্জ আদায়ের লক্ষে সোনালী ব্যাংক ও ঢাকার সরকারি বঙ্গবন্ধু কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ৬ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল ব্যাংকিং সেবা শিক্ষার্থীদের দোড়গোড়ায় পৌঁছে দিতে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহুরুল আলম।
এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, মো. আরশাদ হোসেন, বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রভাষক মো. শহীদ সরওয়ার মজুমদার ও মো. সাগর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়