সংসদে অনির্ধারিত আলোচনা : বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না : কাদের

আগের সংবাদ

একগুচ্ছ শর্ত আইএমএফের : ভর্তুকি কমানোয় জোর, ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা

পরের সংবাদ

যৌথ প্রযোজনায় আসছে নতুন সিনেমা

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ-ভারত দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা নিয়ে অনিয়মের অভিযোগ বেশ আগে থেকেই। তবে বাংলা সিনেমা রক্ষায় যৌথ প্রযোজনার উদ্যোগে দর্শকদের মনে এক আলাদা আগ্রহ ছিল বরাবরই। নানা সমস্যায় যৌথ পরিকল্পনা থমকে যায়, কারণ নির্মাতা-প্রযোজকরা বলছেন নতুন নীতিমালা বেশ জটিল! তবে এই জটিলতা কাটিয়ে দীর্ঘ বিরতি শেষে ফের যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ হতে যাচ্ছে। ঢাকাই নায়ক নিরবকে নিয়ে শুরু হচ্ছে যৌথ প্রযোজনার নতুন সিনেমা ‘স্পর্শ’। নির্মাণ করছেন ঢালিউডের অনন্য মামুন ও টলিউডের অভিনন্দন দত্ত। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রোল ক্যামেরা অ্যাকশন ব্যানারে নির্মিত হতে যাওয়া এ সিনেমা প্রসঙ্গে নিরব বলেন, ‘বহু বছর পর জয়েন ভেঞ্চারের ছবি হচ্ছে। এটা প্রথম ভালো লাগার বিষয়। আমারও এটা প্রথম ছবি যৌথ প্রযোজনায়। আমরা সব নীতিমালা মেনটেইন করে ছবিটি করছি। দুই বাংলাতেই শুটিং হবে। আশা করছি স্মার্ট কিছু হবে।’ নির্মাতা অনন্য মামুন জানান, সিনেমাটির শুটিং শুরু হবে এ সপ্তাহের মধ্যেই। ভারত থেকে শুটিং শুরু হবে। সিনেমায় নিরবের বিপরীতে থাকছেন দুই বাংলার দুজন নায়িকা। এ সম্পর্কে দ্রুতই জানানো হবে গণমাধ্যমে। অনন্য মামুন আরও বলেন ‘আমি যৌথ প্রযোজনার কাজ আগেও করেছি কয়েকটি। তবে এবারের নীতিমালা ও নির্মাণ প্রক্রিয়া বেশ টেকসই। ফলে কাজটিও মজবুত হবে বলে আমাদের বিশ্বাস। আমার ধারণা, এই ছবিটি দিয়ে আবারও দুই বাংলাকে একসুতোয় গাঁথতে পারব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়