সংসদে অনির্ধারিত আলোচনা : বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না : কাদের

আগের সংবাদ

একগুচ্ছ শর্ত আইএমএফের : ভর্তুকি কমানোয় জোর, ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা

পরের সংবাদ

যোগ্যতর চার দল সেমিতে

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আর মাত্র তিন ম্যাচ শেষে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। আগামীকাল প্রথম সেমিফাইনালে সিডনিতে পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে অ্যাডিলেডে ভারতের মোকাবিলা করবে ইংল্যান্ড। সেমিফাইনালে জয়ী দুই দল ১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনালে লড়বে। এবার টি- টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতর চার দল খেলছে। ভারত-ইংল্যান্ড ম্যাচটি সেয়ানে সেয়ানে লড়াই হবে। এখানে দুই দলেরই ফিফটি ফিফটি জয়ের সম্ভাবনা রয়েছে। শক্তির বিচারে কাউকে এগিয়ে রাখার অবকাশ নেই। ব্যাটিং-বোলিংয়ে দুই দলের শক্তি সমান। পেস কিংবা স্পিন কোনো দিক দিয়ে পিছিয়ে নেই ভারত-ইংল্যান্ড। ইংলিশ শিবিরে যেমন অলরাউন্ডারের ছড়াছড়ি তেমনি ভারতেও রয়েছে একাধিক অলরাউন্ডার। হাইভোল্টেজ এ ম্যাচে যারা কম ভুল করবে তারাই ফাইনালের টিকেট নিশ্চিত করবে।
সুপার টুয়েলভে ভারত চার ম্যাচে জিতেছে। হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার সেমিফাইনালে প্রোটিয়াদের খেলা উচিত ছিল। শেষ ম্যাচে নেদারল্যান্ডস অঘটন ঘটিয়ে ওদের বিদায় করে দিয়েছে। ১৯৯৯ সাল থেকে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ভাগ্য সহায়ক হচ্ছে না। ভালো সূচনা করলেও সেমির আগেই হোঁচট খায় তারা। ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি একপেশে হওয়ার সম্ভাবনা নেই। যে জিতবে যথেষ্ট ঘাম ঝরিয়ে জিতবে। সুপার টুয়েলভে ভারতের বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব দারুণ খেলছে। ৫ ম্যাচে ২৪৬ রান করে সেরা দশে শীর্ষে রয়েছে বিরাট। সূর্যকুমার ৫ ম্যাচে ২২৫ রান করেছেন। এ দুই ব্যাটারের ব্যাটে বড় সংগ্রহ পাচ্ছে ভারত। সেমিফাইনালে সমর্থকরা এ দুই ব্যাটারের কাছ থেকে ভালো ইনিংস প্রত্যাশা করছেন। রোহিত-রাহুল রানে ফিরেছেন। সুপার টুয়েলভে ভারত বড় ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছে।
আগামীকাল প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মোকাবিলা করবে পাকিস্তান। দাপুটে জয়ে সুপার টুয়েলভে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে পাত্তাই দেয়নি কিউইরা। গতবারের চ্যাম্পিয়নরা ওভার কনফিডেন্সের কারণে সেমির আগেই বিদায় নিয়েছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অজিদের ভাবটা এমন ছিল যে ২০০ রান কোনো ব্যাপারই না।
পাকিস্তান সেমিতে জায়গা পেয়েছে ধুঁকতে ধুঁকতে। ভারত এবং জিম্বাবুয়ের বিপক্ষে হারা পাকিস্তান ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে সেমির টিকেট নিশ্চিত করেছে। বাংলাদেশ যদি ১৫০ থেকে ১৬০ রান করতে পারত তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব বাহিনী সেমিতে খেলতে পারত। পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে এগিয়ে কিউইরা। এবার বিশ্বকাপে পারফরমেন্সের বিচারে নিউজিল্যান্ড এগিয়ে। বোলিং-ব্যাটিং সব দিক দিয়ে কিউইরা পাকিস্তানের চেয়ে এগিয়ে। কেন উইলিয়ামসনের নেতৃত্বে দারুণ খেলছে কিউইরা। ব্যাট হাতে বুদ্ধিদীপ্ত ইনিংস খেলছেন উইলিয়ামসন। পাকিস্তানের ব্যাটিং লাইনআপ মজবুত নয়। রিজওয়ান এবং বাবর আজম সাজঘরে ফিরে গেলে হাল ধরার মতো ব্যাটার নেই। কিউইদের ব্যাটিং লাইনআপে গভীরতা রয়েছে। পেস আক্রমণে নিউজিল্যান্ড ও পাকিস্তানে বেশ কয়েকজন উঁচু মানের বোলার রয়েছে। যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়