সংসদে অনির্ধারিত আলোচনা : বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না : কাদের

আগের সংবাদ

একগুচ্ছ শর্ত আইএমএফের : ভর্তুকি কমানোয় জোর, ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা

পরের সংবাদ

পোস্তগোলা ব্রিজে বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর পোস্তগোলা ব্রিজে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- কামরুল হুদা (২৬) ও রাসেল (৩০)।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে পোস্তগোলা ব্রিজের উপরে এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী তামিম শিকদার ও তাহরিম খান নামে দুই যুবক জানান, রাইদা পরিবহনের একটি বাস ঢাকা থেকে কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। আর কেরানীগঞ্জ থেকে ঢাকায় ঢুকছিল একটি মালবাহী পিকআপ ভ্যান।
ব্রিজের উপরে এই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
শব্দ পেয়ে সেখানে গিয়ে পিকআপ ভ্যানের সামনে চালকের আসন থেকে ও পাশের সিট থেকে তাদের দুজনকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাচ্চু মিয়া আরও জানান, নিহত একজনের পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে জানা গেছে তার নাম কামরুল হুদা। বাবার নাম গোলাম মোস্তফা। বাড়ি নোয়াখালির সেনবাগ উপজেলায়। আরেকজনের পকেটে থাকা কাবিননামা থেকে জানা গেছে তার নাম রাসেল।
বাবার নাম মুকুল মোল্লা। বাড়ি বরিশাল বানাড়িপাড়া উপজেলার বলোহাট গ্রামে। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়