সংসদে অনির্ধারিত আলোচনা : বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না : কাদের

আগের সংবাদ

একগুচ্ছ শর্ত আইএমএফের : ভর্তুকি কমানোয় জোর, ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা

পরের সংবাদ

পাথরঘাটার শাপলা ক্লিনিক সিলগালা

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : নানা অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে পাথরঘাটার শাপলা ক্লিনিক সিলগালা করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার এবং উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সাইফুল ইসলাম ক্লিনিকটি সিলগালা করে দেন। এর আগে এক নারী রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা ও ভুল চিকিৎসার অভিযোগে ক্লিনিকের মালিক ও চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয় পাথরঘাটা থানায়। ওই মামলায় ডাক্তার বশির আহমেদ ও ক্লিনিক মালিক মকবুল হোসেন মিলন ওরফে মিলন মেম্বারকে গ্রেপ্তার করে পুলিশ। গত রবিবার পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে চিকিৎসককে জামিন দেয়া হলেও ক্লিনিকের মালিক মিলন মেম্বারকে কারাগারে পাঠান আদালত।
জানা গেছে, এক সপ্তাহ আগে মোসা. সুরমা আক্তার নামে এক রোগীকে শাপলা ক্লিনিকে অ্যাপেন্ডিসাইডের চিকিৎসার জন্য অস্ত্রোপচার করা হয়। দুই দফায় করা হয় এ কাজ।
তাৎক্ষণিকভাবে চিকিৎসক রোগীর স্বজনদের কাছে এই অপারেশনে অপারগতার কথা প্রকাশ করে রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ ঘটনায় রোগীর বাবা মো. লাহু মিয়া ক্লিনিকের মালিক মিলনসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন পাথরঘাটা থানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়