সংসদে অনির্ধারিত আলোচনা : বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না : কাদের

আগের সংবাদ

একগুচ্ছ শর্ত আইএমএফের : ভর্তুকি কমানোয় জোর, ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা

পরের সংবাদ

নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে ৫ জন দগ্ধ

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসভবনে এসি বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কবি ও গায়ক এস এ শামীমের বাসভবনের ভেতরে তার গানের স্টুডিও। সেখানে গান ও ভিডিও রেকর্ডিংয়ের কাজ চলছিল। মার্ক ভিডিও রেকর্ডিং নামের ওই কক্ষে হঠাৎ এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এস এ শামীম, তার পুত্র, নাতিসহ ৫ জন দগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে খানপুর তিনশ শয্যা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় মাহি ও বাবনকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খানপুর তিনশ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, এসি বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে দুইজন বেশি দগ্ধ হয়েছে। তাদের ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকি দুইজনকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়