সংসদে অনির্ধারিত আলোচনা : বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না : কাদের

আগের সংবাদ

একগুচ্ছ শর্ত আইএমএফের : ভর্তুকি কমানোয় জোর, ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা

পরের সংবাদ

ধুনট : ভর্তুকির কম্বাইন হারভেস্টার বিতরণ

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে দুই কৃষককে সরকারি ভর্তুকির ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র (কম্বাইন হারভেস্টার) দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে ধুনট কৃষি অফিস চত্বরে উপজেলার খাটিয়ামারি গ্রামের আঙ্গুরি খাতুন ও পিরহাটি গ্রামের আব্দুল হালিমের কাছে কম্বাইন হারভেস্টার দুটি হস্তান্তর করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সরকারিভাবে প্রতিটি কম্বাইন হারভেস্টার যন্ত্রের জন্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা ভর্তুকি দেয়া হয়েছে। অবশিষ্ট টাকা কৃষককে পরিশোধ করতে হয়েছে।
কম্বাইন হারভেস্টার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, উপজেলা ভ্যাটেরিনারি সার্জন ডা. মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, বাহাদুর আলী, তোজাম্মেল হক, মহসিন আলম মিন্টু, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল হোসেন, সিরাজুল ইসলাম, শুকান্ত কুমার মদক, সামিউল্লা সরকার, সুরাইয়া সুলতানা, ফজলার রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, এসিআই মোটরস লিমিটেডের ধুনট এলাকার টেরিটরি মার্কেটিং অফিসার রবিন কুমার রায় ও বাংলামার্কের মার্কেটিং অফিসার মজনু মিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়