সংসদে অনির্ধারিত আলোচনা : বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না : কাদের

আগের সংবাদ

একগুচ্ছ শর্ত আইএমএফের : ভর্তুকি কমানোয় জোর, ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা

পরের সংবাদ

দশমিনায় আগুনে পুড়ল ২ ভাইয়েরবসতঘর

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে রান্না ঘরের আগুনে দুইটি বসতঘর পুড়ে গেছে। গত রবিবার রাতে বাঁশবাড়িয়া গ্রামের হারুন হাওলাদার বাড়িতে আগুনের ঘটনা ঘটে। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিস কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ডাল ও ধান বিক্রির নগদ ৩ লাখ টাকাসহ আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। দশমিনা ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, রবিবার রাতে বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের হারুন হাওলাদার বাড়ির মৃত বারেক হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ হাওলাদারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে তার ভাই নুরুল আমিন হাওলাদারের ঘরও ভস্মীভূত হয়। দশমিনা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আ. রশিদ বলেন, আগুন লাগার খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে ছুটে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়