সংসদে অনির্ধারিত আলোচনা : বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না : কাদের

আগের সংবাদ

একগুচ্ছ শর্ত আইএমএফের : ভর্তুকি কমানোয় জোর, ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা

পরের সংবাদ

খুলনার কবিতা রানীর খুনি গাজীপুর থেকে গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাবুল আকতার, খুলনা থেকে : খুলনার কবিতা রানীর হত্যাকারী আবু বক্করকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার সকালে নগরীর শিববাড়ী মোড়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-৬ এর উপপরিচালক মোস্তাক আহম্মেদ।
র‌্যাব উপপরিচালক বলেন, গত রবিবার সকালে খুলনা নগরীর শিববাড়ি মোড় এলাকায় আবু বক্কর মোল্লার ভাড়াবাসা থেকে কবিতার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই আবু বক্কর পলাতক ছিল। এ ঘটনায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গত রবিবার রাতে গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে আবু বক্কর মোল্লাকে গ্রেপ্তার করে। পরে তার জবানবন্দি অনুযায়ী শিববাড়ি মোড় এলাকায় আবু বক্করের ভাড়াবাড়ির পেছন থেকে কবিতার কেটে ফেলা হাত উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, কিছুদিন আগে আবু বক্কর মোল্লার সাথে কবিতা রানীর পরিচয় হয়। এর সুবাদে ভিকটিমকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে গত ৫ নভেম্বর রাতে আবু বক্করের ভাড়াবাড়িতে নিয়ে আসে কবিতাকে। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। তখন কবিতাকে খাটের উপর ফেলে ৫-৭ মিনিট মুখ চেপে ধরে রাখে আবু বক্কর। এতে ঘটনাস্থলেই মারা যান কবিতা। পরে ধারাল বটি দিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়। মরদেহ গুম করার উদ্দেশ্যে ধারাল বটি দিয়ে দুই হাতের কবজি আলাদা করা হয়। কবিতার পরিধেয় পোশাক আলাদা করে মরদেহ একটি বাক্সের মধ্যে ঢুকিয়ে বেধে এবং মাথা একটি পলিথিনে মুড়িয়ে রাখা হয়। বিচ্ছিন্ন হাতের কব্জি একটি শপিং ব্যাগে ঢুকিয়ে পার্শ্ববর্তী স্থানে ফেলে রেখে পালিয়ে যায় আবু বক্কর। নিহত নারীর পরিচয় নিশ্চিত না হওয়ায় পুলিশ বাদী হয়ে নগরীর সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়