সংসদে অনির্ধারিত আলোচনা : বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না : কাদের

আগের সংবাদ

একগুচ্ছ শর্ত আইএমএফের : ভর্তুকি কমানোয় জোর, ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা

পরের সংবাদ

ওলিও অ্যাপারেলস কর্মীদের বকেয়া পরিশোধ করেছে

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নানা জটিলতায় রাজধানীর উত্তর কমলাপুর থেকে উত্তরার আজমপুর এলাকায় কারখানা স্থানান্তর করেছে এনভয় গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওলিও অ্যাপারেলস্ লিমিটেড। একইসঙ্গে কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করেছে বলে জানিয়েছে কোম্পানিটি। বকেয়া পরিশোধের বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন এনভয় গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান এ কে এম সিদ্দিকুর রহমান। তিনি বলেন, বিজিএমইএ কমপ্লেক্স থেকে রবিবার মজুরি ও ওভারটাইমসহ শ্রম আইন মোতাবেক কর্মীদের সব বকেয়া পরিশোধ করা হয়েছে। এদিকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে কারখানা উত্তর কমলাপুর থেকে ২২ কিলোমিটার দূরে উত্তরা আজমপুরে স্থানান্তর করা হয়েছে।
ইতোমধ্যে আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনাদি পরিশোধ করা হয়েছে। স্থানান্তরিত ঠিকানায় যদি কোনো শ্রমিক পুনরায় চাকরি করতে ইচ্ছুক হয় তাহলে তারা নতুনভাবে চাকরিতে যোগদান করতে পারবেন। কোনো শ্রমিকের নামে মামলা, পুলিশি হয়রানি ও ইন্টারনেটে কোনো ছবি দেয়া হবে না বলেও কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে গত ১ নভেম্বর বকেয়া বেতনভাতার দাবিতে সড়ক অবরোধ করে এনভয় গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওলিও অ্যাপারেলস্ লিমিটেড কর্মীরা। এরপর রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানিয়েছে, এনভয় গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওলিও অ্যাপারেলস্ লিমিটেড শ্রমিকদের অক্টোবরের বেতন পরিশোধ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়