গ্রেপ্তার ৭ : ইশরাকসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আগের সংবাদ

শর্তগুলো কঠিন হলেও যৌক্তিক : আইএমএফের শর্ত মেনেই ঋণ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, ব্যাংক ঋণের সুদ বাড়ানোর প্রস্তাবে ব্যবসায়ীদের আপত্তি

পরের সংবাদ

হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু ঝিনাইগাতীতে

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শেরপুর ও ঝিনাইগাতী প্রতিনিধি : ঝিনাইগাতীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে অবিজল হক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকোচা টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অবিজল হক ওই গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে।
তাওয়াকোচা এলাকার ইউপি সদস্য রহমত আলী জানান, রাত সাড়ে ৯টার দিকে ২৫/৩০টি বন্যহাতির একটি দল গভীর অরণ্য থেকে নেমে এসে তাওয়াকোচা টিলাপাড়া গ্রামের আমন ধান ক্ষেতে হানা দেয়। কৃষকদের ক্ষেতের ধান খেয়ে সাবাড় করে দেয়। গ্রামবাসীরা মশাল জালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। এ সময় হাতি তাড়াতে গিয়ে পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন অবিজল হক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া, রাংটিয়া ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়