গ্রেপ্তার ৭ : ইশরাকসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আগের সংবাদ

শর্তগুলো কঠিন হলেও যৌক্তিক : আইএমএফের শর্ত মেনেই ঋণ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, ব্যাংক ঋণের সুদ বাড়ানোর প্রস্তাবে ব্যবসায়ীদের আপত্তি

পরের সংবাদ

সিপিবির বিবৃতি : মুক্ত সমাজ গড়ার সংগ্রাম অব্যাহত থাকবে

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৫তম (১৯১৭-২০২২) বার্ষিকীতে মুক্ত মানবের মুক্ত সমাজ গড়ার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একইসঙ্গে বাংলাদেশসহ সারা দুনিয়ার শ্রমিক-মেহনতি মানুষকে বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৫তম বার্ষিকীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সিপিবির কেন্দ্রীয় নেতারা আলোচনা করবেন।
গতকাল রবিবার এক বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, ১৯১৭ সালে সমাজতান্ত্রিক বিপ্লব সোভিয়েত ইউনিয়নের কোটি কোটি মানুষকে মুক্তির দিশা দিয়েছিল, একইসঙ্গে সারা দুনিয়ার শ্রমজীবী মানুষসহ বিবেকবান মানুষকে শোষণমুক্তির সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। অল্প সময়ে সোভিয়েত ইউনিয়নের অগ্রগতি ছিল সারা দুনিয়ায় ঈর্ষণীয়। ১৯১৭ সালের এই বিপ্লব সারা দুনিয়ার মানবজাতির মুক্তির সংগ্রামে প্রেরণার উৎস হয়ে আছে।
বিবৃতিতে তারা আরো বলেন, সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়-পরবর্তী সময়ের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে, পুঁজিবাদের আগ্রাসী থাবা বাংলাদেশসহ সারা দুনিয়ার দারিদ্র্য, হতাশা, নৈরাজ্য ও যুদ্ধোন্মাদনাকে আরো বৃদ্ধি করেছে। পুঁজিবাদ নিজে সংকটের সমাধান করতে পারেনি বরং পুঁজিবাদ এখন মহাসংকটে নিপতিত। পুঁজিবাদ তার সংকটে উগ্র জাতীয়তাবাদী বর্ণ, সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে সারা বিশ্বে যুদ্ধ-উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। অন্যদিকে মানবমুক্তির সংগ্রাম থেমে থাকেনি। তাই মহান সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব নতুন তাৎপর্য নিয়ে আজ আবির্ভূত।
সাম্প্রতিক ঘটনাবলি এটাই বিশ্ববাসীর কাছে প্রতীয়মান করছে যে, সারা বিশ্বের দেশগুলোতে সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ ও আস্থা বেড়েছে। কোটি কোটি মানুষ এ আদর্শকে সামনে রেখে শোষণমুক্তি তথা মানবমুক্তির সংগ্রাম বেগবান করে তুলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়