গ্রেপ্তার ৭ : ইশরাকসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আগের সংবাদ

শর্তগুলো কঠিন হলেও যৌক্তিক : আইএমএফের শর্ত মেনেই ঋণ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, ব্যাংক ঋণের সুদ বাড়ানোর প্রস্তাবে ব্যবসায়ীদের আপত্তি

পরের সংবাদ

বেড়াতে গিয়ে আর ঘরে ফেরা হলো না শিক্ষার্থী আজাদের

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মাওয়াতে বেড়াতে গিয়ে আর ঘরে ফেরা হলো না সাবাব আজাদ (২১) নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থীর। একই ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছে নিহতের বন্ধু সিয়াম। গত শনিবার গভীর রাতে মুন্সীগঞ্জের নিমতলা ঢাকা মাওয়া হাইওয়ে সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাবা আবুল কালাম আজাদ জানান, ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তার ছেলে। গত শনিবার বন্ধুকে নিয়ে মাওয়া ঘুরতে যায় ছেলে। পরে ঢাকায় ফেরার পথে নিমতলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সাবাবকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিহাবকে ঢামেকে ভর্তি করা হয়েছে।
তার অবস্থা ভালো নয় বলে জানিয়েছে চিকিৎসক। তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। বর্তমানে নিউমার্কেট বিশ্বাস বিল্ডার্সে পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাইবোনের মাঝে সে ছিল ছোট।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শিহাবকে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়