গ্রেপ্তার ৭ : ইশরাকসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আগের সংবাদ

শর্তগুলো কঠিন হলেও যৌক্তিক : আইএমএফের শর্ত মেনেই ঋণ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, ব্যাংক ঋণের সুদ বাড়ানোর প্রস্তাবে ব্যবসায়ীদের আপত্তি

পরের সংবাদ

ধলেশ্বরী নদীর ভাঙন অব্যাহত : ব্রিজ-রাস্তা ভেঙে ভোগান্তি চরমে

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ প্রতিনিধি : ধলেশ্বরী নদীর ভাঙনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি ব্রিজ বিলীন হয়ে গেছে। উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বৈলট-জাবরা সড়কের কোশুন্ডা এলাকায় নির্মিত ওই ব্রিজটি ধসে পড়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। একইসঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এই ব্রিজের দুপাশের কমপক্ষে ৫০০ মিটার পাকা রাস্তা, পাঁচ একর (৫০০ শতাংশ) ফসলি জমি ও ১৫টি বসতবাড়ি। ভাঙনের কবলে রয়েছে আরো অর্ধশত বসতবাড়ি। গতকাল রবিবার এই ভাঙনের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, অব্যাহত নদীভাঙনে ব্রিজটি গত শুক্রবার রাত থেকে দেবে যেতে থাকে। তারপরও ঝুঁকি নিয়ে ব্রিজ দিয়ে মানুষ চলাচল করছিল। কিন্তু রবিবার বিকালে ব্রিজটি ভেঙে পড়ে। এতে সব ধরনের চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ভাঙন কবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অন্যত্র আশ্রয় নিয়েছে। খোলা আকাশের নিচে রয়েছে কয়েকটি পরিবার। ব্রিজ ও পাকা রাস্তা নদীতে বিলীন হয়ে যাওয়ায় এসব এলাকার মানুষজন বিকল্প রাস্তা দিয়ে কমপক্ষে চার থেকে পাঁচ কিলোমিটার ঘুরে নিজেদের বাড়ি যাচ্ছে।
ভাঙনে ফসলি জমি ও ভিটে হারানো আনোয়ারুল হক বলেন, ‘চলতি মাসের ভাঙনে আমার ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনরোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা না নেয়া হলে আরো অনেক মানুষ ভিটেহারা হওয়ার আশঙ্কা রয়েছে।’ স্থানীয় ইউপি সদস্য মো. রতন মিয়া বলেন, ‘অব্যাহত নদীভাঙনে গত তিন বছর যাবৎ এই ইউনিয়নের কমপক্ষে ৭০ থেকে ৮০টি বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। চলতি বছর রাস্তা ও ব্রিজের গোড়ায় ভাঙন শুরু হয়। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, নদীর গতিপথ সরলীকরণ করলে বসতবাড়ি ও ফসলি জমি রক্ষা করা যাবে। এলাকাবাসীর বিকল্প যোগাযোগ ব্যবস্থা করতে আমি ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়