গ্রেপ্তার ৭ : ইশরাকসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আগের সংবাদ

শর্তগুলো কঠিন হলেও যৌক্তিক : আইএমএফের শর্ত মেনেই ঋণ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, ব্যাংক ঋণের সুদ বাড়ানোর প্রস্তাবে ব্যবসায়ীদের আপত্তি

পরের সংবাদ

চারটি আইন প্রণয়ন : শেষ হলো সংসদের ২০তম অধিবেশন

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ছয় কার্যদিবসে নতুন চারটি আইন প্রণয়ন ও একটি আইন প্রণয়ন বিল প্রত্যাহারের মধ্য দিয়ে শেষ হয়েছে জাতীয় সংসদের ২০তম অধিবেশন। এ সংক্রান্ত রাষ্ট্রপতি আবদুল হামিদের ঘোষণা পাঠ করার মাধ্যমে গতকাল রাত সোয়া ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে সংসদ নেতা তার বক্তব্যের শুরুতে জানান, এ অধিবেশনে ১৭টি অনিষ্পন্ন বিলের মধ্যে পাস হয়েছে ৪টি বিল ও প্রত্যাহার করা হয়েছে একটি বিল। সাতটি বিল উত্থাপিত হয়েছে।
করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে গত ৩০ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছিল এ অধিবেশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়