৪০তম বিসিএস : নন-ক্যাডারদের সাংস্কৃতিক প্রতিবাদ মোমবাতি প্রজ্বালন

আগের সংবাদ

ঝুলে গেল সমন্বিত তিস্তা প্রকল্প : ভূরাজনৈতিক চাপের কারণে এই প্রকল্প এগিয়ে নিতে আগ্রহ হারিয়েছে সরকার, এখনো হাল ছাড়েনি চীন

পরের সংবাদ

বাংলাদেশ-পাকিস্তান দ্বৈরথ আজ

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে আজ নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি স¤প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস চ্যানেল।
বিশ্বকাপের সুপার টুয়েলভে ২ নম্বর গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ভারত। দক্ষিণ আফ্রিকার ঝুলিতে রয়েছে ৫ পয়েন্ট। এ দুই দল রয়েছে সুবিধাজনক অবস্থায়। বাংলাদেশ ও পাকিস্তান পেয়েছে সমান ৪ পয়েন্ট করে। আজ দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে জয়ী দল সরাসরিই পাবে শেষ চারের টিকেট। প্রোটিয়াদের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও একই ফল হবে। কারণ সমান পয়েন্ট হলে আগে দেখা হবে জয় সংখ্যা। সেখানে এগিয়ে থাকবে বাংলাদেশ বা পাকিস্তান।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘটে ছন্দপতন। এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বিশাল হার দেখে টাইগাররা। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের জার্সিধারিরা। শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের জয় পায়। চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চে ৫ রানের হার দেখে সাকিব বাহিনী। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ১৭ ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে পাকিস্তানের জয়ের আধিক্যই বেশি। তাদের ১৫ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় পায় মাত্র ২ ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সবকটিতেই জিতেছে পাকিস্তান। এই বৈশ্বিক ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে অনেকাংশে পিছিয়ে বাংলাদেশ। সব মিলিয়ে ১৪৩টি টি- টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৪৯টি ম্যাচে জিতেছে, ৯১টিতে হেরেছে তারা। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারায় বাংলাদেশ। এই ইভেন্টে শীর্ষ দলের বিপক্ষে এটিই একমাত্র জয় টাইগারদের। এরপর দ্বিপক্ষীয় সিরিজ এবং অন্যান্য টুর্নামেন্টে বেশ কিছু বড় দলকে হারায়, তবে খুব বেশি নয়। কিন্তু ২০২১ বিশ্বকাপের পর থেকে কোনো শীর্ষ দলকে হারাতে পারেনি বাংলাদেশ। যা এই ফরম্যাটে টাইগারদের দুর্বলতাকে ফুটিয়ে তুলে।
গতকাল বাংলাদেশের ছিল ঐচ্ছিক অনুশীলন। ব্যাট-বলের অনুশীলন করেছেন কেবল নুরুল হাসান সোহান, ইয়াসির আলি, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। বিশ্বকাপজুড়েই ম্যাচের আগের দিন পুরোদমে অনুশীলন করছে না দল। শেষ ম্যাচের আগেও সেই পরিকল্পনার ব্যতিক্রম হয়নি।
ভারতের বিপক্ষে হারলেও জয়ের কাছাকাছি গেছে টাইগাররা। এই আত্মবিশ্বাস পাকিস্তানকে হারাতে কাজে লাগবে বলে বিশ্বাস শ্রীধরন শ্রীরামের। তার ভাষ্য,‘খেলা শুরু হওয়ার আগে যদি কেউ বলত যে আমরা ভারতের কাছে ৫ রানে হারব, তাহলে যে কেউ হয়তো তা লুফে নিত। আমরা নিজেদের এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিলাম যে ভারতকে হারাতে পারতাম। যদিও শেষ পর্যন্ত আমরা পারিনি। তবে এতটা কাছাকাছি যেতে পেরে ছেলেরা অনেক আত্মবিশ্বাস অর্জন করেছে।’ তিনি যোগ করেন,‘দিনশেষে হার তো মাত্র ৫ রানের। শেষটুকু ঠিকঠাক করত না পেরে ড্রেসিং রুমে সবাই হতাশ ছিল অবশ্যই এবং তারা উপলব্ধি করেছে, কতটা সুবর্ণ সুযোগ তারা হাতছাড়া করেছে। তবে দলের জন্য দারুণ শিক্ষণীয় এটি এবং দলকে প্রচুর আত্মবিশ্বাস জোগাচ্ছে যে, ভারতের মতো একটি দলকে চ্যালেঞ্জ জানিয়ে যদি এত কাছাকাছি যাওয়া যায়, তাহলে আমরা খুব বেশি দূরে নেই।’
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ সাহস জোগাচ্ছে শ্রীরামকে,‘অবশ্যই আমরা বিশ্বাস করি যে পাকিস্তানকে হারাতে পারি। তবে সেমিফাইনালে খেলতে পারা আমাদের হাতে নেই দুর্ভাগ্যজনকভাবে। পাকিস্তান খুব ভালো দল। নিউজিল্যান্ডে ওদের বিপক্ষে দুই ম্যাচেই আমাদের খুব ভালো সম্ভাবনা ছিল। আমরা তাদের শক্তির জায়গা জানি, তারাও আমাদের শক্তির জায়গা সম্পর্কে জানে। তাই দারুণ একটি লড়াই হবে।’
বাংলাদেশকে হারিয়ে অন্য দলের কাজ কঠিন করতে চায় পাকিস্তান। বাঁহাতি ব্যাটসম্যান শান মাসুদ জানান,‘যা আমাদের হাতে আছে আমরা সেটির ওপর পুরো মনোযোগ দেব। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে দুই পয়েন্ট পাওয়ার আছে।
আমরা চেষ্টা করব ম্যাচটি জিতে অন্য দলগুলোর কাজ কঠিন করতে। এই গ্রুপের শেষ বল হওয়া পর্যন্ত (সেমি-ফাইনালের) আশা থাকবে। আমি মনে করি, ম্যাচে ভালো সুযোগ আছে।’
টুর্নামেন্টের শুরুতে চির প্রতিদ্ব›দ্বী ভারতের পর জিম্বাবুয়ের কাছেও হেরেছিল পাকিস্তান। তবে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। মাসুদ বলেন, বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচগুলোর ভুল কমিয়ে ভালো কাজগুলো বেশি করতে চায় পাকিস্তান। তার ভাষ্য,‘আমাদের জন্য এটিই শিক্ষা হতে পারে যে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হবে এবং প্রতি ম্যাচে উন্নতি করতে হবে। বাংলাদেশের বিপক্ষে আমাদের পারফরম্যান্সের আরো উন্নতি ঘটানোর চেষ্টা থাকবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেসব ভুল করেছি সেগুলো যেন আর না হয় এবং ভালো বিষয়গুলো আরো ভালো করতে পারি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়